পুথি ও পালাগানে নিত্যপণ্যে ভ্যাটের প্রতিবাদ ঢাবিতে

ছাত্রদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিস্কুট-পাউরুটিতে ভ্যাট বসানোর প্রতিবাদে পুথি ও পালাগানের আয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ আয়োজন করা হয়। শেকড় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন এ আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থী-কৃষক-মজুর সহ নিম্মবিত্ত মানুষের সকালের নাস্তার অন্যতম উপাদান বিস্কুট-পাউরুটি। শুধু সকালের নয়, দুপুর-রাত দুইবেলা খাবারের বাইরে নিম্মবিত্ত, নিম্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের খাবারের একমাত্র উপাদান এ বিস্কুট-পাউরুটি। কিন্তু সেখানে সরকার ভ্যাট না কমিয়ে অভ্যুত্থানের পর ভ্যাট বাড়িয়েছে। আমরা সরকার মহোদয়ের গনঅভ্যুত্থানের চেতনা বিরোধী এ ধরনের নীতি-নির্ধারণের প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, সরকার মহোদয় কোম্পানির দোহাই দেয়। কোম্পানির উপর চাপানো ভ্যাট কার উপর আরোপিত হয়? দিন শেষে কৃষক-শ্রমিক-ছাত্রজনতার উপর। গত কয়েক মাসে বিস্কুট-পাউরুটির প্যাকেট অনবরত ছোট হয়েছে। এর চাপ পড়ছে আমাদের উপর।
অনুষ্ঠানে বিস্কুট-পাউরুটিতে খাজনা, মোটেও ভালো কাজ না; নিউটন বোমা বুঝো, গরীবের প্যাট আর ভ্যাট বুঝো না; ভ্যাটের আলাপ ছাইড়া দিয়া প্যাটের আলাপ করি; ভ্যাট আগে না গরীবরর প্যাট আগে প্রভৃতি পেস্টুন টানানো হয়।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আরিফ দেওয়ান, কুদ্দুস বয়াতি, কাঙালিনী সুফিয়া, রোজিনা দেওয়ান, আকাশ গায়েন ও আপন ঘর ব্যান্ড। পুথিপাঠ করেন পুথিকার হাফিজ উদ্দিন।
পুথিকার হাফিজ উদ্দিন তার পুথিতে বলেন, 'প্যাটের টানে সারাদিনে যাগো বাইরে থাকতে হয়
কয়টা ট্যাকা বাঁচাইতে সেই প্যাট না খাইয়া রয়
দুপুরের ভাতের কপাল এদের ভাগ্যে নাই
বিস্কুট-কলা-পাউরুটিতে ঠ্যাকায় পেট চালায়
এই ঠ্যাকার খাবারেও সরকার যদি ভ্যাট বসায়
বৈষম্যের আন্দোলন তার চেতনা হারায়।'
এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন
