স্কুল-কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে

আসন্ন ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামীকাল ৩ জুন (মঙ্গলবার) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে। তবে ছুটির সময়সীমায় রয়েছে ভিন্নতা। কোথাও টানা ২৫ দিনের দীর্ঘ ছুটি মিলছে, আবার কোথাও এই অবকাশ সীমাবদ্ধ থাকছে মাত্র ১০ দিনের মধ্যে। সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে ৩ জুন থেকে। নিয়ম অনুযায়ী এসব বিদ্যালয়ে পাঠদান শুরু হবে ২৩ জুন থেকে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২১ দিনের ছুটি।
তবে এরইমধ্যে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছে গত ১ জুন থেকে। যা চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২২ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। ফলে এ স্তরের শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি পাচ্ছেন।
অন্যদিকে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শুধুমাত্র ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালীন অবকাশ অন্তর্ভুক্ত না থাকায় এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। ফলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পাচ্ছেন মাত্র ১০ দিনের ছুটি।
মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলছে সবচেয়ে দীর্ঘ ছুটি। সরকারি আলিয়া মাদরাসাসহ বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদরাসা পর্যায়ে শিক্ষার্থীরা উপভোগ করছেন সর্বোচ্চ ২৫ দিনের অবকাশ।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এতে করে মোট ছুটি দাঁড়াচ্ছে ২১ দিন।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জির আলোকে এবারের এই ছুটি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থা বহুমাত্রিক হওয়ায় ছুটির সময়েও স্তরভেদে কিছুটা বৈচিত্র্য থাকছে। তবে চেষ্টা করা হয়েছে যেন সকল স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের আনন্দ ও গ্রীষ্মের অবকাশ সমভাবে উপভোগ করতে পারেন।
এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য
