দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে : শেখ সাদী
দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ক্ষমতাসীন দলের হামলা, মামলায় জর্জরিত ছিল এ দলের কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। শুধু হামলা,মামলা'ই নয় গুম ও হত্যার ঘটনাও ঘটেছে এ দলের অনেক নেতাকর্মীদের সঙ্গে। তৎকালীন সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযোগে অভিযুক্ত যা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হামলা,মামলা,গুম,হত্যা উপেক্ষা করেও দলের নেতাকর্মীরা যে কোনো পরিস্থিতির জন্য সদা প্রস্তুত থেকেছে সব সময়। তার'ই ধারাবাহিকতায় গত বছরের ৫ ই আগস্টে ছাত্র জনতার সঙ্গে একত্রিত হয়ে বিএনপির নেতাকর্মীরা তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে পতন ঘটায়। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।
দীর্ঘ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) স্বাধীনভাবে সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সমস্ত নেতাকর্মীদের জনগণের পাশে ও দলের ত্যাগী কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং জনগনই সার্বক্ষমতার উৎস বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় নির্বাচনের রোড-ম্যাপ ও ত্যাগি নেতাকর্মীদের একত্রিত করার প্রচেষ্টা এবং দলীয় সভা-সেমিনার সহ সাধারণ জনগণের মাঝে বিএনপি'র বার্তা পৌঁছে দেওয়ার সক্রিয় ভূমিকা পালন করছে সাবেক ছাত্রনেতা,বিশিষ্ট শিল্পপতি-এশিউর গ্রুপের চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক শেখ সাদী। তিনি ছাত্র জীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলো এবং দলের দুঃসময়ে দলকে এগিয়ে নিতে নিজের মেধা ও আর্থিক সাহায্যের পাশাপাশি দলের অসহায় ও বেকার কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে শুধু তার নিজের প্রতিষ্ঠান এশিউর গ্রুপে'ই ১০০র অধিক কর্মীদের কর্মসংস্থান করেছে যা দল ও কর্মীদের মঙ্গল হয়েছে। তিনি তার নির্বাচনী এলাকা (কুমারখালী - খোকসা)-৪ আসনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, দলীয় প্রোগ্রামগুলো সুষ্ঠুভাবে সফল করা, সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সহ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মনে জায়গা করে নিয়েছে।
গত ২ জুন শেখ সাদী'র নির্বাচনী এলাকা খোকসায় একটি দলীয় প্রোগ্রামে ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে কারণ দলের দুঃসময়ে ত্যাগীদের ভূমিকা ছিল অপরিহার্য। এই ত্যাগী কর্মীদের ত্যাগের কারণেই আজ বাংলাদেশে বহু বছর পর গণতন্ত্রের চর্চা হচ্ছে, সুস্থ একটি নির্বাচন হতে যাচ্ছে। আমি আশা রাখবো প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমার পরীক্ষিত ত্যাগী কর্মীদেরকে যেন মূল্যায়ন করা হয়। কারণ এই পরীক্ষিত কর্মীরাই আসল শহীদ জিয়ার সৈনিক। দলের মধ্যে গ্রুপিং কোন্দল ভুলে গিয়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে কারণ ষড়যন্ত্রের গন্ধ এখনো পায় আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে আর কোন স্বৈরাচার যেনো এই বাংলার মাটিতে মাথা তুলে না দাঁড়াতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে সাধারণ জনগণের কল্যাণে কাজ করতে হবে। আমাদের গণতন্ত্রের মা জননেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একটি কথাই শিখিয়েছে তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করতে হলে আগে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
এমএসএম / এমএসএম
দক্ষিণ মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান
শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পাবিপ্রবিতে ৫৮ জন গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দর্শনার বিভিন্ন মহল্লায় দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারনা
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগকালে বাবু খান
শ্রীমঙ্গলে নতুন ওসির যোগদান
শীতের শুরুতেই বারহাট্টায় চিতই-ভাঁপায় মজেছে পিঠাপ্রেমীরা
পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত