ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে দেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এক ব্রিফিংয়ে জানান, ঈদকে ঘিরে পশুর হাট, কোরবানির আয়োজন, চামড়া বাণিজ্যসহ জনগুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষেত্রেই র্যাব কঠোর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল এবং বড় অপরাধীদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান ও চিকিৎসা সহায়তার মাধ্যমে সংস্থাটি মানবিক কাজেও অংশ নিচ্ছে।
ঈদ উপলক্ষে দেশজুড়ে বসা পশুর হাটে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় জাল টাকা চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে র্যাব হাটে কন্ট্রোল রুম স্থাপন করে জাল নোট শনাক্তে মেশিন বসিয়েছে। সাধারণ জনগণকে এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারক চক্র, মলম ও অজ্ঞান পার্টি ঠেকাতে হাট ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে র্যাবের অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি।
র্যাবের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে রাসায়নিক ব্যবহার করে মোটাতাজা করা বা অসুস্থ গবাদি পশু বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল আদায় রোধে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, এবং এ সংক্রান্ত অভিযোগে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকামুখী পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে এবং অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ে প্রতারণা ঠেকাতে র্যাব সাইবার মনিটরিং সেল সক্রিয় রয়েছে। চামড়ার বাজারে কারসাজি করে মূল্য ধস নামাতে চেষ্টা করা সিন্ডিকেটের বিরুদ্ধে রয়েছে গোয়েন্দা তৎপরতা।
পশুর হাটে আগত নারীদের উত্যক্ত বা হয়রানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে র্যাব। মোবাইল কোর্ট ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঈদের সময় সারা দেশে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পশু ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের যেকোনো জরুরি প্রয়োজনে র্যাব কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা