ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে দেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এক ব্রিফিংয়ে জানান, ঈদকে ঘিরে পশুর হাট, কোরবানির আয়োজন, চামড়া বাণিজ্যসহ জনগুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষেত্রেই র্যাব কঠোর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল এবং বড় অপরাধীদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান ও চিকিৎসা সহায়তার মাধ্যমে সংস্থাটি মানবিক কাজেও অংশ নিচ্ছে।
ঈদ উপলক্ষে দেশজুড়ে বসা পশুর হাটে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় জাল টাকা চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে র্যাব হাটে কন্ট্রোল রুম স্থাপন করে জাল নোট শনাক্তে মেশিন বসিয়েছে। সাধারণ জনগণকে এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারক চক্র, মলম ও অজ্ঞান পার্টি ঠেকাতে হাট ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে র্যাবের অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি।
র্যাবের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে রাসায়নিক ব্যবহার করে মোটাতাজা করা বা অসুস্থ গবাদি পশু বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল আদায় রোধে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, এবং এ সংক্রান্ত অভিযোগে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকামুখী পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে এবং অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ে প্রতারণা ঠেকাতে র্যাব সাইবার মনিটরিং সেল সক্রিয় রয়েছে। চামড়ার বাজারে কারসাজি করে মূল্য ধস নামাতে চেষ্টা করা সিন্ডিকেটের বিরুদ্ধে রয়েছে গোয়েন্দা তৎপরতা।
পশুর হাটে আগত নারীদের উত্যক্ত বা হয়রানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে র্যাব। মোবাইল কোর্ট ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঈদের সময় সারা দেশে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পশু ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের যেকোনো জরুরি প্রয়োজনে র্যাব কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা
