ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জাতীয় ঐক্যে গণমাধ্যমের ভূমিকা ছিল জিয়ার দর্শনঃ ড. মঈন খান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২৫ রাত ৮:৪২

আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্যে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল দর্শন—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ) আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত “আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য ও দায়িত্বশীল গণমাধ্যম” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলোচনার শুরুতে শহীদ জিয়া এবং দায়িত্বশীল সাংবাদিকতা করতে গিয়ে জীবন উৎসর্গকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ড. মঈন খান বলেন, “ফ্যাসিস্ট শক্তিরা জাতীয় ঐক্যে ফাটল ধরাতে নানা কৌশল নিচ্ছে। নির্বাচন পর্যন্ত জাতীয় ঐক্য অটুট রাখতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহীদ জিয়ার দর্শন ছিল—গণমাধ্যম জাতীয় ঐক্যের রক্ষাকবচ।”

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতের মতো ভবিষ্যতেও জাতীয় ঐক্য ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ। জনগণকে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।”

আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী বলেন, “শহীদ জিয়ার নেতৃত্বে আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠনে আমরা ছাত্রদল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছিলাম। আজ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একত্র হয়েছি।”

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: চার্টার্ড একাউন্ট্যান্ট এ. কে. এম. আমিনুল হক, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, ড্যাব নেতা অধ্যাপক ডা. খন্দকার জিয়া উল ইসলাম, ডিইউজে’র সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম, কৃষকদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বেলাল উদ্দিন আহম্মেদ, ছাত্রনেতা রাজীবুল ইসলাম তালুকদার প্রমুখ।

সভাপতিত্ব করেন বিআরজেএ চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং সঞ্চালনা করেন মহাসচিব এস. এম. বদরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের পেশ ইমাম মাওলানা মনিরুজ্জামান।

এমএসএম / এমএসএম

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি