জাতীয় ঐক্যে গণমাধ্যমের ভূমিকা ছিল জিয়ার দর্শনঃ ড. মঈন খান

আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্যে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল দর্শন—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ) আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত “আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য ও দায়িত্বশীল গণমাধ্যম” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলোচনার শুরুতে শহীদ জিয়া এবং দায়িত্বশীল সাংবাদিকতা করতে গিয়ে জীবন উৎসর্গকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ড. মঈন খান বলেন, “ফ্যাসিস্ট শক্তিরা জাতীয় ঐক্যে ফাটল ধরাতে নানা কৌশল নিচ্ছে। নির্বাচন পর্যন্ত জাতীয় ঐক্য অটুট রাখতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহীদ জিয়ার দর্শন ছিল—গণমাধ্যম জাতীয় ঐক্যের রক্ষাকবচ।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতের মতো ভবিষ্যতেও জাতীয় ঐক্য ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ। জনগণকে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।”
আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী বলেন, “শহীদ জিয়ার নেতৃত্বে আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠনে আমরা ছাত্রদল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছিলাম। আজ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একত্র হয়েছি।”
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: চার্টার্ড একাউন্ট্যান্ট এ. কে. এম. আমিনুল হক, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, ড্যাব নেতা অধ্যাপক ডা. খন্দকার জিয়া উল ইসলাম, ডিইউজে’র সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম, কৃষকদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বেলাল উদ্দিন আহম্মেদ, ছাত্রনেতা রাজীবুল ইসলাম তালুকদার প্রমুখ।
সভাপতিত্ব করেন বিআরজেএ চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং সঞ্চালনা করেন মহাসচিব এস. এম. বদরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের পেশ ইমাম মাওলানা মনিরুজ্জামান।
এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে
