ঘুমের মাঝেই বিদায় নাফিউলের

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাফিউল করিমের (২৩) আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোক। ফার্মেসী বিভাগের ৪৩তম ব্যাচের ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত এই শিক্ষার্থী গতকাল (৮ জুন) রাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করেন। আজ (৯ জুন) সকালে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাফিউলের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামে। পড়ালেখার কারণে তিনি সাভারের নবীনগরের নিরিবিলি এলাকায় রুম ভাড়া নিয়ে থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে তার হাত-পা অস্বাভাবিকভাবে শক্ত হয়ে থাকতে দেখে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফার্মেসী বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ বলেন, “আজ সকালে নাফিউলের মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কত প্রাণবন্ত আর হাসিখুশি ছিল সে! ঈদের ছুটির আগের ক্লাসে ওর প্রেজেন্টেশনটা এখনো চোখের সামনে ভাসছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বিভাগের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
সহপাঠীদের চোখে নাফিউল ছিলেন হাসিখুশি, মিশুক ও উদার এক মুখ। সহপাঠী দিলসাদ সুলতানা বলেন, “নাফিউলের মতো আন্তরিক ও বন্ধুবৎসল মানুষ খুব কম দেখেছি। কী সুন্দর হাসি ছিল ওর! সবাইকে মাতিয়ে রাখত। ওর কথাগুলো আমাদের মুগ্ধ করত। আমরা মজা করে বলতাম, ‘পাবনার মানুষও এতো সুন্দর করে কথা বলতে পারে?’ ওর এমন হঠাৎ চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। বারবার ওর হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠছে।”
আজ বাদ আসর (৫:৩০ মিনিটে) দিঘুলিয়া স্কুল মাঠে নাফিউলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দিঘুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার এই অকালপ্রয়াণে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও বন্ধু-বান্ধবরা গভীরভাবে শোকাহত। সকলে নাফিউলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন।
এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য
