ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ঘুমের মাঝেই বিদায় নাফিউলের


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ১০-৬-২০২৫ দুপুর ২:২২

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাফিউল করিমের (২৩) আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোক। ফার্মেসী বিভাগের ৪৩তম ব্যাচের ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত এই শিক্ষার্থী গতকাল (৮ জুন) রাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করেন। আজ (৯ জুন) সকালে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাফিউলের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামে। পড়ালেখার কারণে তিনি সাভারের নবীনগরের নিরিবিলি এলাকায় রুম ভাড়া নিয়ে থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে তার হাত-পা অস্বাভাবিকভাবে শক্ত হয়ে থাকতে দেখে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফার্মেসী বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ বলেন, “আজ সকালে নাফিউলের মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কত প্রাণবন্ত আর হাসিখুশি ছিল সে! ঈদের ছুটির আগের ক্লাসে ওর প্রেজেন্টেশনটা এখনো চোখের সামনে ভাসছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বিভাগের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

সহপাঠীদের চোখে নাফিউল ছিলেন হাসিখুশি, মিশুক ও উদার এক মুখ। সহপাঠী দিলসাদ সুলতানা বলেন, “নাফিউলের মতো আন্তরিক ও বন্ধুবৎসল মানুষ খুব কম দেখেছি। কী সুন্দর হাসি ছিল ওর! সবাইকে মাতিয়ে রাখত। ওর কথাগুলো আমাদের মুগ্ধ করত। আমরা মজা করে বলতাম, ‘পাবনার মানুষও এতো সুন্দর করে কথা বলতে পারে?’ ওর এমন হঠাৎ চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। বারবার ওর হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠছে।”

আজ বাদ আসর (৫:৩০ মিনিটে) দিঘুলিয়া স্কুল মাঠে নাফিউলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দিঘুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার এই অকালপ্রয়াণে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও বন্ধু-বান্ধবরা গভীরভাবে শোকাহত। সকলে নাফিউলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন।

এমএসএম / এমএসএম

ইবিতে সমকামিতার অভিযোগে শিক্ষক বরখাস্ত

চাকসুর নাম 'জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার' রাখলো চবি শিক্ষার্থীরা

দ্রত সময়ে টিএসসি স্থাপনসহ ৭ দফা দাবিতে চবি শিবিরের সংবাদ সম্মেলন

চাকরীর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চবির অফিস সহকারী

খাবারের মান যাচাইয়ে ক্যান্টিনে ডিআইইউ প্রক্টোরিয়াল টিমের অভিযান

ডিআইইউ-তে "বিল্ডিং ইনফরমেশন মডেলিং" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

চবি হিস্ট্রি ক্লাবের নেতৃত্বে মাহিম-জোবায়েদ

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবিতে সেশনজট নিরসনে ভিসির মতবিনিময়

সাপ, মশা আর দুর্গন্ধের সঙ্গে শিক্ষার্থীদের যুদ্ধ

বিশ্ববিদ্যালয়ের বাসে মাওয়া ভ্রমণ, আপত্তি অন্য রাজনৈতিক দলের, এনসিপি নেতা আশিকের রাজনৈতিক প্রভাব?

নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পবিপ্রবির অধ্যাপক তিন বছরের জন্য অবনমিত