ঘুমের মাঝেই বিদায় নাফিউলের
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাফিউল করিমের (২৩) আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোক। ফার্মেসী বিভাগের ৪৩তম ব্যাচের ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত এই শিক্ষার্থী গতকাল (৮ জুন) রাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করেন। আজ (৯ জুন) সকালে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাফিউলের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামে। পড়ালেখার কারণে তিনি সাভারের নবীনগরের নিরিবিলি এলাকায় রুম ভাড়া নিয়ে থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে তার হাত-পা অস্বাভাবিকভাবে শক্ত হয়ে থাকতে দেখে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফার্মেসী বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ বলেন, “আজ সকালে নাফিউলের মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কত প্রাণবন্ত আর হাসিখুশি ছিল সে! ঈদের ছুটির আগের ক্লাসে ওর প্রেজেন্টেশনটা এখনো চোখের সামনে ভাসছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বিভাগের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
সহপাঠীদের চোখে নাফিউল ছিলেন হাসিখুশি, মিশুক ও উদার এক মুখ। সহপাঠী দিলসাদ সুলতানা বলেন, “নাফিউলের মতো আন্তরিক ও বন্ধুবৎসল মানুষ খুব কম দেখেছি। কী সুন্দর হাসি ছিল ওর! সবাইকে মাতিয়ে রাখত। ওর কথাগুলো আমাদের মুগ্ধ করত। আমরা মজা করে বলতাম, ‘পাবনার মানুষও এতো সুন্দর করে কথা বলতে পারে?’ ওর এমন হঠাৎ চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। বারবার ওর হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠছে।”
আজ বাদ আসর (৫:৩০ মিনিটে) দিঘুলিয়া স্কুল মাঠে নাফিউলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দিঘুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার এই অকালপ্রয়াণে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও বন্ধু-বান্ধবরা গভীরভাবে শোকাহত। সকলে নাফিউলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা