ঘুমের মাঝেই বিদায় নাফিউলের

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাফিউল করিমের (২৩) আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোক। ফার্মেসী বিভাগের ৪৩তম ব্যাচের ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত এই শিক্ষার্থী গতকাল (৮ জুন) রাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করেন। আজ (৯ জুন) সকালে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাফিউলের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামে। পড়ালেখার কারণে তিনি সাভারের নবীনগরের নিরিবিলি এলাকায় রুম ভাড়া নিয়ে থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে তার হাত-পা অস্বাভাবিকভাবে শক্ত হয়ে থাকতে দেখে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফার্মেসী বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ বলেন, “আজ সকালে নাফিউলের মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কত প্রাণবন্ত আর হাসিখুশি ছিল সে! ঈদের ছুটির আগের ক্লাসে ওর প্রেজেন্টেশনটা এখনো চোখের সামনে ভাসছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বিভাগের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
সহপাঠীদের চোখে নাফিউল ছিলেন হাসিখুশি, মিশুক ও উদার এক মুখ। সহপাঠী দিলসাদ সুলতানা বলেন, “নাফিউলের মতো আন্তরিক ও বন্ধুবৎসল মানুষ খুব কম দেখেছি। কী সুন্দর হাসি ছিল ওর! সবাইকে মাতিয়ে রাখত। ওর কথাগুলো আমাদের মুগ্ধ করত। আমরা মজা করে বলতাম, ‘পাবনার মানুষও এতো সুন্দর করে কথা বলতে পারে?’ ওর এমন হঠাৎ চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। বারবার ওর হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠছে।”
আজ বাদ আসর (৫:৩০ মিনিটে) দিঘুলিয়া স্কুল মাঠে নাফিউলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দিঘুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার এই অকালপ্রয়াণে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও বন্ধু-বান্ধবরা গভীরভাবে শোকাহত। সকলে নাফিউলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন।
এমএসএম / এমএসএম

চবিতে অনুষ্ঠিত হচ্ছে এসসিএলএস ন্যাশনাল ল' অলিম্পিয়াড ২০২৫

জবি আইটি সোসাইটির নতুন নেতৃত্বে ইমাম ও বায়েজিদ

কুবি উপাচার্যের পোষ্য কোটা ব্যবহারে বিতর্ক, উদাহরণ নেই অন্য উপাচার্যদের

জাবি দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর, সম্পাদক রাসেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবিতে নিয়ম অমান্য করে ছাত্রদল নেতাকে ভর্তি

৫ বিভাগ-জেলা থেকে দেওয়া হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার সনদ

ইবিতে জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

চবিতে হত্যাচেষ্টা আসামির পদোন্নতির বোর্ড গঠনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে শিবিরবিরোধী পোস্টের নির্দেশনার অভিযোগ

গোবিপ্রবির সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের দ্বায়িত্বে শাহাজান,আকাশ

সাইপ্রাসে উচ্চশিক্ষা: ফেইথ ওভারসিজের বিশেষ সেমিনার উত্তরায়
