পর্যটকে মুখর কাপ্তাইয়ের ঝর্ণা ও বিনোদন কেন্দ্রগুলো
পবিত্র ঈদুল আযহার লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাঙামাটির রূপসী কাপ্তাই উপজেলা। ঈদের দিন বিকেল থেকে শুরু করে ঈদের ৩য় দিন পর্যন্ত উপজেলার জনপ্রিয় প্রায় প্রতিটি পর্যটন কেন্দ্রে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। এছাড়া উপজেলার বিভিন্ন রিসোর্ট, হোটেল-মোটেলেও পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা জনপ্রিয় রিসোর্ট নিসর্গ রিভার ভ্যালি পড হাউসে সবকটি কটেজ বুকিং। সেখানে আসা পর্যটকদের বেশ আনন্দিত সময় পার করতে দেখা গেছে। অনেকেই বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে কর্ণফুলী নদীতে নৌভ্রমন করছে। তাছাড়া ভ্রমনপিপাষু অনেক পর্যটক নদীতে কায়েকিং এ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
নিসর্গ পড হাউস এর মতো পর্যটকদের ভীড় বেড়েছে নিসর্গ রেস্টুরেন্টে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বাঁশের ডিজাইনে নির্মিত এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে ভীড় জমিয়েছেন। এছাড়া কাপ্তাই জুম রেস্তোরা, লেক ভিউ, লেকশোর, রিভার ভিউ পার্কেও বিপুল সংখ্যক পর্যটকের দেখা মিলেছে। এছাড়া জুম রিসোর্টের শিশু পার্কে শিশুদের বিভিন্ন রাইডসে আনন্দে মেতে উঠতে দেখা গেছে।
উপজেলার কয়েকটি পর্যটন কেন্দ্র ও রিসোর্ট এর ম্যানেজার মোঃ মিনহাজ, মিঠুন দাশ সহ কয়েকজন জানান, বর্তমানে তারা কাপ্তাইয়ে আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করে যাচ্ছে। এবছর আশানুরূপ পর্যটকের আগমন ঘটেছে। এতে সকলেই বেশ খুশী এবং লাভবান হবেন বলে আশা করছেন।
এদিকে পর্যটন কেন্দ্রের পাশাপাশি এবার কাপ্তাইয়ে পর্যটকদের জন্য আকর্ষণ ছিলো ঝর্ণা। কাপ্তাইয়ের ওয়াগ্গা ও শীলছড়ির কয়েকটি ঝর্ণা বর্তমানে পানি পূর্ণ হয়ে আপন রূপ ফিরে পেয়েছে। বিশেষ করে গত কয়েকদিন পূর্বের টানা বর্ষণ এবং পাহাড়ী ঢলে এসব ঝর্ণা এখন আপন মহিমা ফিরে পেয়েছে। কাপ্তাইয়ের অন্যতম জনপ্রিয় ফকির মুরং ঝর্ণা ও শীলছড়ি বড় পাড়া ঝর্ণাতেই সবচেয়ে বেশি পর্যটকদের আগমন ঘটতে দেখা গেছে।
ঝর্ণায় বন্ধুদের নিয়ে ঘুরতে আসা মোঃ আশিক, হৃদয় আহমেদ সহ কয়েকজন যুবক জানান, তীব্র গরমে স্বস্তির খোঁজে বন্ধুরা সকলে মিলে ঝর্ণায় এসেছেন। ঝর্ণায় পানি পরিপূর্ণ হওয়ায় সকলে বেশ আনন্দ সময় পার করেছেন বলে জানান। এছাড়া এসব ঝর্ণা দেখতে ছোট বড় অসংখ্য পর্যটকরা ছুটে আসছে বলে তারা জানিয়েছেন।
এবার ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রের পাশাপাশি পর্যটকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে কাপ্তাই লেকের হাউসবোট। এসব হাউসবোটে চড়ে কাপ্তাই হ্রদের আসল সৌন্দর্য্য উপভোগ করতে দুর দুরান্ত থেকে অসংখ্য পর্যটক ছুটে এসেছে। কাপ্তাই হ্রদের হাউস বোট পরিচালক বাপ্পী তঞ্চঙ্গ্যা, শুভ্রদীপ চাকমা জানান, বর্তমানে তাদের অনেক ব্যস্ত সময় যাচ্ছে। বিপুল সংখ্যক পর্যটকের আগমন হওয়াতে তারাও বেশ লাভবান হবেন বলে আশা করছেন।
প্রসঙ্গত, পর্যটন শহর খ্যাত রূপসী কাপ্তাইয়ে প্রায় প্রতিবছরই অনেক পর্যটকের আগমন হয়। তবে ঈদের ছুটিগুলোতে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটির এই মৌসুমে কাপ্তাই পর্যটনশিল্পে প্রায় কোটি টাকা ব্যবসা হয়ে থাকে। এতে করে পর্যটকরা যেমন ঘুরতে পেরে আনন্দিত হন তেমনি ব্যবসায়ীরাও এই মৌসুমে বেশ লাভবান হয়ে থাকেন।
এমএসএম / এমএসএম
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত