রায়গঞ্জে যত্রতত্র পার্কিংয়ে সরু হচ্ছে সড়ক, বাড়ছে ভোগান্তি ও যানজট
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর সভার প্রধান সড়ক দখল করে তৈরি করা হয়েছে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড। সব সময় অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যানজট এ সড়কের নিত্যসঙ্গী। ফলে গাড়ি চলাচলে প্রতিদিন সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়কের একপাশে সিএনজি এবং অপরপাশে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানলেও নেওয়া হচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ।
অবৈধ পার্কিং উচ্ছেদের কথা থাকলেও রায়গঞ্জ পৌর সভা কর্তপক্ষের কোন তদারকি চোখে পড়েনি। এক অনুসন্ধানে দেখা যায় ধানগড়া ব্যস্ততম গোলচত্বরেই ছোট বড় সব যানবহন থেকে নিয়মিত আদায় করা হয় পৌর টোল। আর যানবাহন ভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত টোল দিয়েই যত্রতত্র সড়কেই অবৈধ পার্কিং করে রাখে গাড়িগুলো। যে কারণে সকাল-বিকেল সবসময়ই সড়কে দেখা যায় বিশৃঙ্খলা ও তীব্র যানজটের ভোগান্তি।
উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শেখ রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, জনগুরুত্বপূর্ণ ধানগড়া গোলচত্বর এলাকায় গাড়ি পার্কিংয়ের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না, যার ফলে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট বেড়েই চলেছে।
রায়গঞ্জ উপজলা ও পৌরসভা একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন প্রয়োজনে আসে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় চালকেরা রাস্তায় ও ফুটপাতে গাড়ি পার্কিং করতে বাধ্য হয়ে থাকেন। এর ফলে রাস্তা সরু হয়ে যায় এবং যানজট সৃষ্টি হয়। গোলচত্বর এলাকাটি এমনিতেই একটি ব্যস্ত এলাকা, তার উপর অবৈধ পার্কিং যানজট আরও বাড়িয়ে দেয়। এ সমস্যার সমাধানে কর্তৃপক্ষের আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন তারা।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা সদর ও উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে শতাধিক অটোরিকশা সাথে বিভিন্ন ছোট বড় যানবাহন ধানগড়া পৌর গোল চত্বর সড়কে চলাচল করে। ঢাকা-বগুড়া গামী যাত্রী বহনকারী বাস, মাইক্রো, পিকআপ, ট্রাক বিভিন্ন পণ্য আনা নেয়ার কাজে এই গোল চত্বরটি বাইপাস সড়ক হিসাবে ব্যবহার করে থাকে। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। হাজার হাজার মানুষ এ পথের যাত্রী। সিএনজি, অটোরিকশার অবৈধ স্ট্যান্ড ও এলোপাথাড়ি চলাচল এবং যাত্রী উঠানামার কারণে এসব মানুষের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. শরিফুল ইসলাম বলেন, প্রধান সড়কের দুপাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলের জায়গা খুবই কম। এতে প্রতিদিন যাত্রী ও গাড়ি চালকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ফলে চার রাস্তার মোড়ের সামনে প্রায় সময় ভিড় লেগে থাকে। চার রাস্তায় মাঝে মধ্যে জরুরী প্রয়োজনে যাতায়াতের জন্য মানুষের বিরক্তির শেষ থাকে না। প্রধান সড়ক দখল করে এরা স্ট্যান্ড বানিয়েছে। গাড়ি ঠিকমতো আসা-যাওয়া করতে পারে না। যানজট এখানকার নিত্যসঙ্গী। স্ট্যান্ড এর নির্দিষ্ট জায়গায় তৈরি করলে সবার জন্য ভালো হয়।’
রাস্তা দখল করে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা চালক এবং সিএনজি চালকেরা জানান, আমরা কোথায় যাব? দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই এখানে। বাধ্য হয়ে কখনো রাস্তার পাশে, কখনো রাস্তার ওপরই গাড়ি দাঁড় করিয়ে রাখতে হয়। তা না হলে যাত্রী পাওয়া যায় না। প্রশাসন আমাদের অন্য কোন জায়গা দিক, আমরা সেখানে চলে যাব।’
সচেতন মহলেরা বলছেন, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং রায়গঞ্জ পৌর সভার ধানগড়া গোল চত্বরে যানবাহন পার্কিংয়ের জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করা প্রয়োজন। এছাড়াও, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যাতে তারা যত্রতত্র গাড়ি পার্কিং না করে।
রায়গঞ্জ উপজেলা ও পৌর সভার ধানগড়া এলাকাকে বলা হয় বাণিজ্যিক এবং অফিস পাড়ার প্রাণকেন্দ্র। গোলচত্বরটি জেলা সদর, উপজেলা সদর, পৌর সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সারাদেশে যাতাযাতের অন্যতম একটি মাধ্যম।
এ বিষয়ে রায়গঞ্জ পৌর সভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার ভুমি মোছা. খাদিজা খাতুন জানান, জানমালের নিরাপত্তা ও জনভোগান্তি লাঘবে পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব শীগ্রই ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ