ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ভারতকে খুশি করতে সিলেটের পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে: সেলিম


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ৩:৫৪

সিলেটের পাথর কোয়ারি ইস্যুতে ফের আলোচনার সৃষ্টি হয়েছে উপদেষ্টাদের সাম্প্রতিক মন্তব্যের পর। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হক সম্প্রতি জাফলংয়ের পাথর কোয়ারি পরিদর্শন শেষে ঘোষণা দেন, জাফলংসহ সিলেটের ৫টি পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না। তার একদিন আগে জ্বালানি উপদেষ্টা গ্যাস সংযোগ বিষয়ে বলেন, ‘কিয়ামত পর্যন্ত বাসাবাড়িতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না।’

উপদেষ্টাদের এসব মন্তব্যে সিলেটবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্যোশাল মিডিয়ায়ও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সিলেটবাসীর বহুদিনের দাবি ঘরে ঘরে গ্যাস সংযোগ। যদিও এখানকার গ্যাস সারাদেশে সরবরাহ করা হয়, কিন্তু স্থানীয় বাসিন্দারা বরাবরই বঞ্চিত।

অন্যদিকে, বিগত প্রায় ৮ বছর ধরে বন্ধ রয়েছে গোয়াইনঘাটের পাথর কোয়ারি। এতে হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছে, কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বিশেষ করে গত ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ আশা করেছিলো পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে। তবে এখনও সেই দাবি পূরণ হয়নি।

এ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেন, "বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে খুশি করতে শেখ হাসিনা ও তার দোসররা সিলেটের সকল পাথর কোয়ারি বন্ধ করে দেয়। পরে ভারত থেকে উচ্চমূল্যে বালু-পাথর আমদানী শুরু হয়। এতে দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি শ্রমিকরা বেকার হয়ে পড়ে এবং অনেকেই অপরাধে জড়িয়ে যায়।"

তিনি বলেন, "স্বৈরাচার সরকারের পতনের পর মানুষ আশায় বুক বেঁধেছিল। তবে বন ও পরিবেশ উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য সেই আশায় গুড়েবালি দিয়েছে। ফলে উত্তপ্ত হয়ে উঠে জাফলং এলাকা। যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা শ্রমিকদের নিয়ে উপদেষ্টার গাড়ি অবরুদ্ধ করে কোয়ারি খুলে দেওয়ার দাবি জানায়। যদিও জনতার এমন আচরণ উচিত হয়নি।"

বদরুজ্জামান সেলিম আরও বলেন, "সিলেটবাসী সবসময়ই বঞ্চিত। অথচ আন্দোলন সংগ্রাম, জাতীয় নির্বাচন, রাজস্ব আদায়, রেমিট্যান্স—সবক্ষেত্রেই সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংশ্লিষ্ট মহলের উচিত দ্রুত সকল পাথর কোয়ারি খুলে দেওয়া। অন্যথায় সিলেটবাসী নিজেদের অধিকার আদায়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।"

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা