ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আর জে এস সি তে হচ্ছেটা কি?

রনজিত ও হারুনের অবৈধ বাণিজ্য তুঙ্গে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২৫ রাত ৯:১১

আরজেএসসি তে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রনজিত কুমার রায় ও হারুন অর রশিদ বে-আইনী ভাবে সোসাল মিডিয়া ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে ’’আরজেএসসির রির্টান ফাইলিং সংক্রান্ত টেনিং’’ এর বিজ্ঞাপন বিষয় বার্ষিক রির্টান ফাইলিংয়ের এই ’মাস্টার ওয়ার্কশপ’ করে আপনি হয়ে যান ’আরজেএসসির মাস্টার’ এ সমস্ত বিষয়ে হকারদের মত ফেইসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে টাকার বিনিময়ে ট্রেনিং প্রদান করেন। আর জে সি এর ডেপুটি রেজিস্ট্রার “রনজিত কুমার রায়” ও “হারুন অর রশিদ” সরকারী কর্মকর্তা হয়ে কিভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত এই ধরনের ট্রেনিং প্রোগ্রামে ট্রেনিং প্রদান করেন। ডেপুটি রেজিস্ট্রার “রনজিত কুমার রায়” ও “হারুন অর রশিদ” এদের সিন্ডিকেট বহুদিন ধরে আর জে সি এর বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। যাদেরকে নিয়ে ট্রেনিং দেয়া হচ্ছে তারা হারুন অর রশিদের দোসর। “রনজিত কুমার রায়” ও “হারুন অর রশিদ” এরা আইনের দোহাই দিয়ে যততত অপকর্ম করে আসতেছে, এদের বিরুদ্ধে কথা বলার মত কেউ নেই।কারণ দীর্ঘদিন তারা একই জায়গায় কর্মরত আছেন। ডেপুটি রেজিস্টার হারুন অর রশিদ এর ‘মা এসোসিয়েটস নামে ৩৩, কাওরান বাজার শাহআলী টাওয়ার ৬ষ্ঠ তলায় তার একটি ল’ ফার্ম আছে, যা তিনি সব সময় অস্বীকার করে আসছেন, কিন্তু তিনি মা এসোসিয়েটস কে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা বললেও আজকে তাহা প্রমাণিত। মা এসোসিয়েটস যারা কর্মরত আছেন সবাই তার আত্বীয়-স্বজন এবং বর্তমানে তিনি একটি  প্রতিষ্ঠানের সাথে ডেপুটি রেজিস্ট্রার হারুন অর রশিদ যুক্ত হয়েছেন। তাই সাধারণ ব্যবসায়ীদের মনে প্রশ্ন জেগেছে যে, একজন সরকারী কর্মকর্তা হয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আর জেএস সি) এর সুনাম নষ্ট করে আসছেন, যা সরকারী কর্মকর্তা কর্মচারী শৃংখলাও আচরন বিধি লংঘন করেছেন। যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর আরজেএসসি ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য দপ্তর। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা উচিত বলে ব্যবসায়ীরা মনে করে। এ ব্যাপারে অভিযুক্ত ডেপুটি রেজিস্টার রনজিত ও হারুনের রশিদ দৈনিক সকালের সময় প্রতিবেদকে বলেন, উপরে উল্লেখিত অভিযোগগুলো সত্য নয় আমাদের কোন অনুমোদন নিয়ে ফেসবুকে ছবি ছাড়িনি আমরা এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমরা ইতিমধ্যে রেজিস্টার স্যার কে এ ব্যাপারে জানিয়েছি। স্যার বলেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল