অতীতে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তাদের সদস্যপথ নবায়ন হবে না: মোস্তফা জামান

"বিএনপির সদস্য ফরম যেন আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর হাতে না পড়ে—এটা আমাদের নিশ্চিত করতে হবে। অতীতে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তাদের সদস্যপথ নবায়ন হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।
আজ বুধবার দুপুরে তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
মোস্তফা জামান বলেন, "দুঃসময়েই প্রমাণ হয় কে দলের জন্য নিবেদিত। এখন অনেকে দলে ভিড়তে চাইছে, কিন্তু মনে রাখতে হবে—যারা সুবিধার সময় আসে, তারা আবার সুবিধা শেষ হলে চলে যাবে। আমরা কেবল সেই কর্মীদেরই মূল্যায়ন করবো যারা দুঃসময়ে দলের পাশে ছিল।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশে ফিরে আসবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেবেন।”
বিএনপিকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মোস্তফা জামান বলেন, “দলীয় আদর্শ, ত্যাগ ও জনগণের সঙ্গে সংযোগের কারণেই বিএনপি আজ মানুষের মনে জায়গা করে নিয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।”
অনুষ্ঠানে নেতারা আগামী দিনের আন্দোলন ও জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সদস্য সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে কর্মসূচিতে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে
