ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে ৫ গ্রামের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১২:৪৯

সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় সিরাজগঞ্জের রায়গঞ্জের ক্ষীরতলা, প্রতাব দিঘী, শ্যামনাই, বাশুড়িয়া, সাতকুর্শি, বেংনাইসহ বেশকয়েকটি গ্রামের প্রধান সড়ক। 

গ্রাম গুলোর ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। এমনকি গোরস্থানে যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর। কাঁদা মাড়িয়েই স্কুল-কলেজে যেতে হয় শিক্ষার্থীদের।

সরেজমিনে গিয়ে দেখা দেখা যায়, উজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা, প্রতাব দিঘী, ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই, পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই, ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া, ধুবিল ইউনিয়নের সাতকুর্শি গ্রামের রাস্তায় মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। স্বাধীনতার এত বছর পরও সংস্কার করা হয়নি সড়কগুলো। 

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর তাদের দেখা মেলে না। সবাই মিলে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বার, প্রশাসন, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সংসদ সদস্যের কাছে কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানিয়েছেন। কিন্তু কেউ কোনো কাজ করেননি। তাই ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।

ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা হাবিব হোসেন সিয়াম বলেন, সামান্য বৃষ্টিতে ক্ষীরতলা দক্ষিণ পাড়া ও প্রতাবদিঘী থেকে খোদাদপুর কবরস্থান পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায় হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। এছাড়াও মাঠের সব ফসল এই রাস্তা দিয়ে বাড়ি নিতে হয়। এই রাস্তা দিয়েই কৃষি পণ্য বাজারজাত করা হয়। আমাদের এ কষ্ট কবে দূর হবে তার কোনো ঠিক নেই। 

উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “স্বাধীনতার পর থেকে কোনো সরকার ভাঙা ব্রিজ থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত ৩ কিলোমিটার এই রাস্তার উন্নয়নে পদক্ষেপ নেয়নি। প্রতিদিন অনেক শিক্ষার্থী এ রাস্তায় পড়ে গিয়ে আহত হচ্ছে। কাদায় স্কুল ড্রেস নষ্ট হওয়ার কারণে অনেকেই উপস্থিত হতে পারে না। অন্তত সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এই রাস্তাটি দ্রুত পাকাকরণ প্রয়োজন।” 

ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামের গণমাধ্যম কর্মী হৃদয় আহমেদ লিমন জানান, প্রায় ২ কিলোমিটার সড়কের পুরোটাই বেহাল অবস্থা। বিশেষ করে বর্ষার মৌসুমে এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টদায়ক। সড়কটি ঘেঁষে রয়েছে  সরকারি প্রাথমিক বিদ্যালয়। অতিকষ্টে প্রতিদিন যাতায়াত করতে হয় কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের। একটু বৃষ্টিতেই শিক্ষার্থীদের ইউনিফর্ম নষ্ট হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষজনের যাতায়াত এই ঝুঁকিপূর্ণ সড়কটি দিয়ে। এলাকাবাসীসহ কোমলমতি শিক্ষার্থীরদের দাবি দ্রুত সড়কটি সংস্কার করে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে এ দুর্ভোগ থেকে যেন মুক্তি দেওয়া হয়। 

ধানগড়া ইউনিয়নের বাসিন্দা কাজল দাস বলেন, বাশুড়িয়া বাজার থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এটি রায়গঞ্জ উপজেলার কাছেই। বৃষ্টির দিনে রাস্তাটি ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়ে।

সাতকুর্শি গ্রামের বাসিনদারা জানান, আবাদি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খননের কাজ চলমান রয়েছে। প্রতিদিন অতি ভারী ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহনের ফলে এলাকার একমাত্র চলাচলের আঞ্চলিক রাস্তাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কে বিভিন্ন অংশ ভেঙে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্ত। সামান্য বৃষ্টিতে কাদা জমে সড়ক হয়ে উঠছে চরম ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পুকুর খনন বন্ধ ও সড়ক রক্ষার দাবি জানান তারা। সেই সাথে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন তাঁরা।

রায়গঞ্জ উপজেলার প্রকৌশলী রবিউল আলম জানান, “আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়েছি। পরবর্তী ধাপে রাস্তাগুলো উন্নয়ন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।” এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, দ্রুত সময়ের মধ্যে রাস্তাগুলো সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।

এমএসএম / এমএসএম

জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার