ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুর পৌরসভার ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার বাজেট ঘোষণা


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ৪:০

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার উন্নয়নে ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ এ বাজেট ঘোষনা করেন। বুধবার (২৫ জুন) দুপুর ১২ টায় শ্রীপুর পৌর সভাকক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন।

শ্রীপুর পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এর মধ্যে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৪০৮ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। মোট উদ্ধৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮ টাকা। ঘোষিত বাজেটে প্রকল্প খাতে বেশি আয় এবং ব্যয় দেখানো হয়েছে।

শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ বাজেট অনুষ্ঠানে তার বক্তব্য বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষ্য নতুন করে কোন রকম কর আরোপ ছাড়াই এ বাজেটে ঘোষনা করা হয়। বাজেটে পৌরবাসীর প্রধান সমস্যা ড্রেনেজ সিস্টেম এবং আবর্জনা ব্যবস্থাপনাকে অগ্রাধীকার দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তাঘাট, সড়কবাতিসহ পৌরসভার উন্নয়নে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগিতায় প্রস্তাবিত বাজেটের অর্থ সঠিকভাবে ব্যয় করতে পারলেই পৌর নাগরিকরা ঘোষিত বাজেটের সুফল পাবে।

শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে বাজেটে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার, নগর পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, সহকারী প্রকৌশলী তানভীর, হারুর-অর-রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, বৈশাখী টিভির প্রতিনিধি ফজলে মমিন আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমদাদুল হক, আবু সাঈদ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পৌরসভার অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ

ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী

বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব

অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা