ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপে সমৃদ্ধি কর্মসূচি এসডিআই এর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:১৫

সন্দ্বীপে সমৃদ্ধি কর্মসূচি এসডিআই এর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় উপজেলা দিবস উদযাপন,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,ম্যারাথন দৌড়,সাইকেল র‍্যালী,বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা,শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা,শ্রেষ্ঠ সন্তান সন্মাননা,যুব সম্মাননা,কৈশোর মেন্টর সম্মাননা, ক্রীড়া সামগ্রী প্রদান,পুরস্কার বিতরনী ও উন্নয়ন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন কে সামাজিক কাজে অবদানের জন্য এবং সাংবাদিকতা ও সমৃদ্ধি কার্যক্রম প্রচারে বিশেষ অবদান রাখায় সাংবাদিক বাদল রায় স্বাধীনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।উন্নয়ন মেলায় ৮ টি স্টলের মধ্যে কৈশোর ক্লাব স্টল, যুব ক্লাব স্টল,নকশী কাঁথা, পিঠা পুলির দোকান,  ফ্রি রক্তচাপ পরীক্ষা স্টল, ফ্রি ডায়বেটিস পরীক্ষা স্টল, স্বাস্থ্য ও পুষ্টি বিষযক পরামর্শ স্টল, শিক্ষা সহায়তা কেন্দ্রের অংশগ্রহন স্টল সহ নানাবিধ বিষয় ফুটিয়ে তোলা হয়। 

২৮ জুন শনিবার সকাল থেকে  চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালপানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্নাঢ্য আয়োজন জনগনের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

খেলা ধুলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আরএম মোঃ কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সিরাজদ্দৌল্যা।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন, মাস্টার আব্দুর রহমান প্রধান শিক্ষক এস ডি আই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবেক ইউপি মেম্বার হাজী ইউসুফ আলী,মাষ্টার জিয়াউল হক,রেজাউল করিম গাজী,মাষ্টার মোঃ শরফুল আজাদ,তাসবীর চৌধুরী,  মাওলানা আরিফ,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মামুন উদ্দীন। 

অন্যান্যদের মধ্যে এসডিআই বাতেন মার্কেট শাখার ম্যানেজার সুব্রত রায়,সমৃদ্ধি প্রকল্পের উপজেলা
সহকারী  সমন্বয়কারী মো: মনির উদ্দিন, মোহাম্মদ মনির হোসেন আহ্বায়ক যুবদল কালাপানিয়া, মোহাম্মদ হেলাল যুগ্ম আহ্বায়ক যুবদল কালাপানিয়া।  মোহাম্মদ সেলিম উদ্দিন বসু, মোহাম্মদ আকবর হোসেন,মোহাম্মদ ইকবাল স্বাস্থ্য সহকারি, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ পারভেজ সমাজ কর্মি, প্রবাসী মোহাম্মদ মামুন,সহ কর্মসূচির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৭ টি ইভেন্ট এ ৫১ টি পুরস্কার  ৪ জনের মাঝে সন্মাননা স্মারক বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রায় ১৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গান, কবিতা আবৃত্তি, সুরের তালে বালিশ বদল, ঝুড়িতে বল নিক্ষেপ, অন্ধের হাঁড়ি ভাঙ্গা সহ বিভিন্ন আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেল বেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা এসময় শিক্ষার্থীদের উদ্দের্শে  অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। । এবং  ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা এ কর্মসূচিকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি, কিশোর-কিশোরীদের জীবনমানের উন্নয়নে এ ধরনের মেলার আয়োজন বেশি বেশি করে করা উচিত। কৈশোরকালে মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।

এ সময় কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। কিন্তু সঠিক জ্ঞানের অভাবে তাদের প্রয়োজন জীবনদক্ষতা বৃদ্ধির ওপর প্রশিক্ষণ। বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, লিঙ্গবৈষম্য, নারীর প্রতি সহিংসতা ও স্বাস্থ্য ঝুঁকিতে আছে ইত্যাদি সমাজের নেতিবাচক বিষয়গুলো প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির শিক্ষা দেওয়া হয় এ ধরনের উদ্যোগকে জীবনমান উন্নয়নে বড় ভূমিকা পালন করছে।

তাই পুরো দেশকে সুস্বাস্থ্যের অধিকারী দেখতে হলে সংশ্লিষ্টদের এ ব্যাপারে আরও তৎপর হতে হবে। উল্লেখ্য, বরাবরই ‘সমৃদ্ধি কর্মসূচির আওতায় সব বয়সী মানুষদের বিনোদন মুখী করতে এবং কিশোর-কিশোরীদেরকে নিয়ে “কৈশোর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” উৎসব মুখর পরিবেশে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা