পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন,গ্রেপ্তার ৪
লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে শুক্রবার (৪ জুলাই) দুপুরে পাটগ্রাম পূর্ব বাজারের বিএনপির কার্যালয়ে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে। আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে তিনি দাবি করেন,থানায় হামলা ও ভাঙচুরের ঘটনার সাথে উপজেলা ও পৌর বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নিবেনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
অপরদিকে ওই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে দেওয়া পোস্টকে ‘অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক’ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম পাটোয়ারী সাজু, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি শপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রধান প্রমুখ।
অপরদিকে লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) রাতে পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধান বাদি হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অগনিত অজ্ঞাত আসামির উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি ও চুরি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। এদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সহযোগীতায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তিনজন ও ২৭ জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
আসামিরা হলেন- বাউরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাটগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, পাটগ্রাম পৌর ধরলা মোড় এলাকার স্থানীয় বাজারের নৈশ প্রহরী আবুল কালাম এবং ২৭ জনের উল্লেখ করা নামের মধ্যে পাটগ্রামের ভিতর বাজারের রেঁস্তোরার কর্মচারী আব্দুর রশিদ। গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ।
এ ব্যাপারে পাটগ্রাম থানা ওসি মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ
ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার
বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ