ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বেদখল হওয়া জমি আদালতের নির্দেশে ফিরিয়ে দিলেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি)


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৩৪

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে আদালতের নির্দেশে মো. সিরাজুল ইসলামের বেদখল হওয়া জমির দখল ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান আলফাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় উপস্থিত থেকে জমির দখল বুঝিয়ে দেন।

ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা লাল পতাকা (রেড ফ্ল্যাগ) নিয়ে উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে দলিলপত্র যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মো. সিরাজুল ইসলামের পক্ষে তার ছেলে মো. শরিফুল ইসলাম ফরিদপুর আদালতে সিআর মামলা নং ১৪৬/২৪ (তারিখ: ১৫/০৮/২০২৪) দায়ের করেন। মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বিবাদীরা সুকৌশলে এলাকার ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নালিশকারীর পিতার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।

২০২৫ সালের ৮ মে সকাল ১০টায় প্রশাসনের অনুপস্থিতির সুযোগে প্রায় ২০-৩০ জন শ্রমিক নিয়ে উল্লিখিত ৫ শতাংশ জমি জবরদখল করে একটি টিনের ঘর নির্মাণ করা হয়। পরবর্তীতে আদালতে বিবাদীরা অঙ্গীকারনামা দেন যে, তারা উক্ত জমিতে স্থাপিত স্থাপনা উচ্ছেদ করলে কোনো আপত্তি থাকবে না।

জমিটি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২১ নং বিল জুয়ারিয়া টিকরপাড়া মৌজার বিএস খতিয়ান নং ৪৭৯ ও বিএস দাগ নং ২৬৯ এর আওতাধীন ১৩ শতাংশ জমির মধ্যে অবস্থিত। এর মধ্যে ৫ শতাংশ জমি দীর্ঘ ৫৭ বছর ধরে সিরাজুল ইসলামের পরিবার ভোগদখল করে আসছিলেন। জমিটির উত্তর পাশে কামাল শেখের নামে মসজিদ এবং সড়ক সংলগ্ন অংশ রয়েছে, যা তিনি ২০২২ সালের ৩১ জুলাই তারিখে ১৮৯৮ সনের রেজিস্ট্রার্ড দলিল মূলে ক্রয় করেন।

বাদী শরিফুল ইসলাম বলেন, "আমরা তিন প্রজন্ম ধরে এই জমিতে বসবাস করে আসছি। সম্প্রতি সরকার পরিবর্তনের সুযোগে একটি পক্ষ মব গঠন করে প্রশাসনের অনুপস্থিতিতে আমাদের জমিতে জোরপূর্বক ঘর তোলে। আদালতের দ্বারস্থ হয়ে আমরা ন্যায্য অধিকার ফিরে পেয়েছি।"

অন্যদিকে, বিবাদী তবিবুর রহমান বলেন, "বাদী শরিফুলের দাদারা ৬ ভাই মাদ্রাসা নামে লিখে দিয়েছে, এক ভাই নিঃসন্তান ছিল। তাদের বাপ-চাচারা দীর্ঘকাল মাদ্রাসা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মাঝে সুকৌশলে ওর বাপ ৫ শতাংশ জাল রেকর্ড করে নিয়েছে। সেই জাল রেকর্ডীয় জমি মাদ্রাসার ভিতর নয়, অন্য দাগে।"

এ বিষয়ে আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, "আদালতের রায়ের আলোকে বাদী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মামলাটি চলমান, তাই জমির উপর নির্মিত ঘরটি ভাঙা হবে না। সাবেক এবং বর্তমান রেকর্ড যাচাই করে পূর্ণাঙ্গ তথ্য সহ দখল প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে। কেউ আইন অমান্য করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

৩নং তিলাই ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন কার্যক্রমের বিশেষ সেবা অনুষ্ঠিত

বারহাট্টায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নরসিংদীতে নতুন ডেঙ্গু শনাক্ত ১৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৪৩

মনপুরায় দুই জননীর ঘর থেকে ওয়ার্ড জামায়াত সভাপতি আটক

রাণীনগরে ইসলাম ও রাষ্ট বিরোধী ইসকন সংগঠন নিষিদ্ধ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তানোরের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা

অফিস-মাঠ আছে, কমিটি ও খেলাধুলার আয়োজন নেই

নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ