বেদখল হওয়া জমি আদালতের নির্দেশে ফিরিয়ে দিলেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি)

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে আদালতের নির্দেশে মো. সিরাজুল ইসলামের বেদখল হওয়া জমির দখল ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান আলফাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় উপস্থিত থেকে জমির দখল বুঝিয়ে দেন।
ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা লাল পতাকা (রেড ফ্ল্যাগ) নিয়ে উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে দলিলপত্র যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মো. সিরাজুল ইসলামের পক্ষে তার ছেলে মো. শরিফুল ইসলাম ফরিদপুর আদালতে সিআর মামলা নং ১৪৬/২৪ (তারিখ: ১৫/০৮/২০২৪) দায়ের করেন। মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বিবাদীরা সুকৌশলে এলাকার ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নালিশকারীর পিতার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।
২০২৫ সালের ৮ মে সকাল ১০টায় প্রশাসনের অনুপস্থিতির সুযোগে প্রায় ২০-৩০ জন শ্রমিক নিয়ে উল্লিখিত ৫ শতাংশ জমি জবরদখল করে একটি টিনের ঘর নির্মাণ করা হয়। পরবর্তীতে আদালতে বিবাদীরা অঙ্গীকারনামা দেন যে, তারা উক্ত জমিতে স্থাপিত স্থাপনা উচ্ছেদ করলে কোনো আপত্তি থাকবে না।
জমিটি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২১ নং বিল জুয়ারিয়া টিকরপাড়া মৌজার বিএস খতিয়ান নং ৪৭৯ ও বিএস দাগ নং ২৬৯ এর আওতাধীন ১৩ শতাংশ জমির মধ্যে অবস্থিত। এর মধ্যে ৫ শতাংশ জমি দীর্ঘ ৫৭ বছর ধরে সিরাজুল ইসলামের পরিবার ভোগদখল করে আসছিলেন। জমিটির উত্তর পাশে কামাল শেখের নামে মসজিদ এবং সড়ক সংলগ্ন অংশ রয়েছে, যা তিনি ২০২২ সালের ৩১ জুলাই তারিখে ১৮৯৮ সনের রেজিস্ট্রার্ড দলিল মূলে ক্রয় করেন।
বাদী শরিফুল ইসলাম বলেন, "আমরা তিন প্রজন্ম ধরে এই জমিতে বসবাস করে আসছি। সম্প্রতি সরকার পরিবর্তনের সুযোগে একটি পক্ষ মব গঠন করে প্রশাসনের অনুপস্থিতিতে আমাদের জমিতে জোরপূর্বক ঘর তোলে। আদালতের দ্বারস্থ হয়ে আমরা ন্যায্য অধিকার ফিরে পেয়েছি।"
অন্যদিকে, বিবাদী তবিবুর রহমান বলেন, "বাদী শরিফুলের দাদারা ৬ ভাই মাদ্রাসা নামে লিখে দিয়েছে, এক ভাই নিঃসন্তান ছিল। তাদের বাপ-চাচারা দীর্ঘকাল মাদ্রাসা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মাঝে সুকৌশলে ওর বাপ ৫ শতাংশ জাল রেকর্ড করে নিয়েছে। সেই জাল রেকর্ডীয় জমি মাদ্রাসার ভিতর নয়, অন্য দাগে।"
এ বিষয়ে আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, "আদালতের রায়ের আলোকে বাদী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মামলাটি চলমান, তাই জমির উপর নির্মিত ঘরটি ভাঙা হবে না। সাবেক এবং বর্তমান রেকর্ড যাচাই করে পূর্ণাঙ্গ তথ্য সহ দখল প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে। কেউ আইন অমান্য করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
