ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

অভয়নগরে কোটি টাকার সরকারি সার লোপাট: ৪ হাজার বস্তার হদিস নেই


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:২৪

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে সরকারি গুদামে পাঠানোর কথা থাকলেও প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ১৪০ বস্তা ইউরিয়া সার চুরি হয়ে গেছে। এই ঘটনায় প্রশাসন ৩ হাজার ২০০ বস্তা সার উদ্ধার করতে পারলেও, এখনও নিখোঁজ রয়েছে ৪ হাজার বস্তা।

মামলার বিবরণে জানা যায়, মেসার্স সামিট অ্যাসোসিয়েটস নামক আমদানিকারক প্রতিষ্ঠানের ইউরিয়া সার পরিবহনের দায়িত্বে ছিল মেসার্স নভো ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মিল্টন অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত চারজন হলেন: ট্রাক বন্দোবস্তকারী মিলন হোসেন (৪৫), আবু বক্কার (৩৪), রমজান আলী (৩০)উজ্জ্বল সাহা (৩৫)। এর মধ্যে মিলন ও উজ্জ্বলকে আটক করা হলেও রমজান ও আবু বক্কার এখনও পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, মামলার অন্যতম আসামি রমজান আলী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাকে ধরতে পারছে না। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলায় উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি মাসে ১৫টি ট্রাকে এসব সার ফরিদপুরের টেপাখোলা বাফার গোডাউনে পাঠানোর কথা ছিল। তবে সেখানে না পৌঁছে সারগুলো গোপনে বাজারে বিক্রি করে আত্মসাৎ করা হয়।

ঘটনার আরও অভিযোগ উঠেছে যে, চক্রটি তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং বিষয়টি ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে। এমনকি, নভো ট্রান্সপোর্ট নিয়োগকৃত দালালদের নিকট থেকে ২৫ লাখ টাকা গ্রহণের কথাও স্বীকার করেছেন বাদী মিল্টন। অভিযুক্ত মিলন হোসেন পাল্টা অভিযোগে তার সহযোগী রমজান আলীর বিরুদ্ধে ২ হাজার ১৪০ বস্তা সার আত্মসাতের দায় চাপিয়েছেন, যা নিয়ে এলাকায় দোষারোপ ও বিভ্রান্তি শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত রমজানকে পালিয়ে যেতে সহায়তা করেছে মিলন ও তার ঘনিষ্ঠ মহল। এছাড়া, আবু বক্কার নামের এক সহযোগীকে খুলনায় নিয়ে মারধর করে ৩ লাখ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর এবং সাদা চেক নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। আবু বক্কার জানান, তিনি মিলনের সাথে সরল বিশ্বাসে কাজ করতেন এবং এমনভাবে ফাঁসানো হবে তা জানতেন না।

এ বিষয়ে অভয়নগর থানার কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, "আমি বিষয়টি শুনেছি কিন্তু এই চক্র এত বড় যে, এদের কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তবে মামলা হয়েছে এবং দুইজন আটক হয়েছে। সব খবর বের হবে। সার নিয়ে কোনো কেলেঙ্কারি সরকার সহ্য করবে না।"

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, "সার নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে এই মোকাম ও সরকারের ক্ষতি করছে একটি চক্র। তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা কাজ করছে। দ্রুত সকলকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার