চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। প্রকৌশলী মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে ডিসি অফিসের সামনে বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোঃ মেহদী খান, সদস্য সচিব মোঃ ফিরোজ হোসেন, যুগ্ন-আহবায়ক মোঃ মাহবুবুর রহমান (বাচ্চু), শফিকুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব মোঃ রকিবুল ইসলাম, যুগ্ন-সদস্য সচিব মোঃ আবুল খায়ের, মোঃ আহসানুল ইসলাম, ভবতোষ রায়, মোঃ রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ আল শরীফ, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ রায় প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় ৪ বছরের ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৩ বছর করার উদ্যোগ বন্ধ করতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা এর জনস্বার্থ বিরোধী সংঙ্গা ধারা-উপধারাসহ সংশোধন করতে হবে, ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ ৪ দফা বাস্তবায়ন করতে হবে।
সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
জামান / জামান