মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙ্গনে হুমকির মুখে ৩ গ্রাম, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গন থামছে না। নতুন করে ভাঙ্গনের মুখে পড়েছে তিনটি গ্রামের প্রায় দুই হাজার পরিবার। আজ বুধবার (৯ জুলাই) বেলা ১১টায় স্থানীয় ভুক্তভোগীরা পাঁচ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জের নদী তীরবর্তী হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা, বদনীভাঙ্গা, পাঠামারা এবং হাজিগঞ্জ বাজার অভিমুখী বলেশ্বর সীমান্তবর্তী এই তিন গ্রামে প্রায় ২ হাজার পরিবারের ৮ হাজার মানুষের বসবাস। পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গনের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে তাদের জীবনযাত্রা চলছে। নতুন করে আবারও ভাঙ্গনের আশঙ্কায় রয়েছে বসতবাড়ি, ফসলী জমি, ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদনীভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বিএস রহমতিয়া দাখিল মাদ্রাসা, ৪টি মসজিদ, বাটা বাজার, বদনীভাঙ্গা বাজার, পানগুছি বাজার ও হাজিগঞ্জ বাজার। স্বাধীনতার পরবর্তী ৮০’র দশক থেকে পানগুছি নদীর এই ভাঙ্গন প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। প্রতিবছরই নদীগর্ভে নতুন নতুন স্থান থেকে ভেঙ্গে যাচ্ছে বসতবাড়ি, সবকিছু হারিয়ে শত শত পরিবার নিঃস্ব হয়ে অভিবাসন নিয়েছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা ও উপজেলায়। এই অব্যাহত ভাঙ্গনের কারণে দিন দিন ফসলী জমি কমে যাচ্ছে, তেমনি পূর্ণিমার জোয়ারের প্রবল স্রোতে রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে। গবাদি পশু নিয়েও বিপাকে পড়ছে স্থানীয়রা। শুধুমাত্র আমন ফসলের ওপর নির্ভর করে চলতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের। এ পর্যন্ত প্রায় ২ হাজার বিঘা ফসলী জমি নদীর করাল গ্রাসে বিলীন হয়েছে।
কৃষক আতাহার আলী শেখ, সালেহা বেগম, তোফাজ্জেল মাতুব্বর, আব্বাস ডাক্তার, সেলিম খান, বাবুল মাতুব্বার, ওবায়দুল মাতুব্বার সহ একাধিক বাসিন্দা বলেন, "দীর্ঘ বছর ধরে শুনে আসছি বেড়িবাঁধ হবে। কবে হবে বেড়িবাঁধ? ছোটবেলা থেকে দেখে আসছি নদী ভেঙ্গে যাচ্ছে। অনেকেরই ৩০-৪০ বিঘা জমি নদীতে চলে গেছে। বাড়িঘর না থাকায় নিঃস্ব হয়ে পথে বসেছেন হাজার হাজার পরিবার। সরকারের কাছে দাবি, বদনীভাঙ্গা হয়ে হাজিগঞ্জ বাজার বলেশ্বরের সীমান্ত পর্যন্ত পাঁচ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ হলে ৩ গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন আর ব্যাহত হবে না।"
কলেজ অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন ও সংশ্লিষ্ট ইউপি মেম্বর শহিদুল ইসলাম বলেন, "বেড়িবাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলেও কোনো প্রতিকার মেলেনি। নদীর অপর প্রান্তে বেড়িবাঁধের কাজ চলছে। বৈষম্যের শিকার হয়ে ওই প্রকল্পের সাথে সংযুক্ত হয়নি বেড়িবাঁধের কাজ।" তারা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৫ কিলোমিটার বেড়িবাঁধের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, "নদী ভাঙ্গন প্রতিরোধে উপকূলীয় এই উপজেলায় কিছু অংশে বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। নতুন করে কয়েকটি স্থানে ভাঙ্গনের কথা শুনেছি। বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় সভায় তুলে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবহিত করা হবে।"
বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, "মোরেলগঞ্জ উপজেলায় ইতোমধ্যে পানগুছি প্রকল্পের মাধ্যমে ৬৫০ কোটি টাকার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। ২০২৩ সালে খাউলিয়া থেকে ফেরীঘাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এবং শ্রেণীখালী এলাকায় দেড় কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলছে। ভাঙ্গন কবলিত বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে, পরবর্তীতে ব্লক ফেলা হবে। হোগলাবুনিয়ার ভাঙ্গনের বিষয়টি তিনি অবহিত নন। স্থানীয়রা লিখিতভাবে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।"
এমএসএম / এমএসএম

মাদারীপুরের সাবেক ২ জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

বান্দরবানে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী

হ্রদের পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

মনজুর কাদেরের বিদায় সংবর্ধনায় নিক্বণের সাংস্কৃতিক আয়োজন

কুড়িগ্রামে শফিউল আলমকে যাব্বজীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত

নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগে মাওলানা হান্নান সরদার

নওগাঁয় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে পুরস্কার বিতরণ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী সাধারণ সম্পাদক আনোয়ার

বাঘায় ব্র্যাক এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

বড়লেখায় দিনদুপুরে ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

পাবনা কলেজে দিনব্যাপী আত্মন্নোয়ন কর্মশালা অনুষ্ঠিত
