কোনো অন্যায়কারীর স্থান বিএনপিতে হবে না: পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি
পটুয়াখালী জেলা বিএনপি'র নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেছেন যে, মা-বোনেরা যেন ঘর-সংসার ঠিক রাখার পাশাপাশি প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। তিনি ধানের শীষে জোয়ার আনার এবং মা-বোনেরা যেন ধানের শীষে ভোট দেন, সেই ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানান। পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মির্জাগঞ্জ উপজেলায় শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলের দিন তাদের নেতা তারেক রহমান এক ঘণ্টা বক্তৃতা দিয়েছেন এবং ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন। নেতা বলেছেন, দেশের ১২ কোটি ৫০ লক্ষ ভোটের অর্ধেকই হলো মা-বোনদের ভোট।
গতকাল বুধবার (৯ জুলাই) সকালে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে উপজেলার সুবিদখালী বন্দরে এই সভা অনুষ্ঠিত হয়। নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে এবং একনজর দেখার জন্য বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ছয়টি ইউনিয়নের সর্বস্তর থেকে বিপুল সংখ্যক লোক এই সময় সমবেত হয়।
জেলা সভাপতি কুট্টি সরকার বিশেষভাবে উল্লেখ করেন, "অন্যায়ভাবে কেউ জায়গা দখল করবে, কেউ ঘর দখল করবে, কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কেস-মামলা করবে – এগুলো কেউ করবেন না। এটা কিন্তু আমরা কেউ পছন্দ করি না। আর করবোও না।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য জাফরুজ্জামান খোকন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন নান্নু, সাবেক সদস্য বশির মৃধা, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেনের সিকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার সহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ মিজানুর রহমান, খন্দকার ইমাম হোসেন নাসির, পটুয়াখালী মিডিয়া সেল প্রধান কাজল খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এবং জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী প্রমুখ।
এমএসএম / এমএসএম
নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা