কোনো অন্যায়কারীর স্থান বিএনপিতে হবে না: পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি
পটুয়াখালী জেলা বিএনপি'র নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেছেন যে, মা-বোনেরা যেন ঘর-সংসার ঠিক রাখার পাশাপাশি প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। তিনি ধানের শীষে জোয়ার আনার এবং মা-বোনেরা যেন ধানের শীষে ভোট দেন, সেই ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানান। পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মির্জাগঞ্জ উপজেলায় শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলের দিন তাদের নেতা তারেক রহমান এক ঘণ্টা বক্তৃতা দিয়েছেন এবং ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন। নেতা বলেছেন, দেশের ১২ কোটি ৫০ লক্ষ ভোটের অর্ধেকই হলো মা-বোনদের ভোট।
গতকাল বুধবার (৯ জুলাই) সকালে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে উপজেলার সুবিদখালী বন্দরে এই সভা অনুষ্ঠিত হয়। নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে এবং একনজর দেখার জন্য বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ছয়টি ইউনিয়নের সর্বস্তর থেকে বিপুল সংখ্যক লোক এই সময় সমবেত হয়।
জেলা সভাপতি কুট্টি সরকার বিশেষভাবে উল্লেখ করেন, "অন্যায়ভাবে কেউ জায়গা দখল করবে, কেউ ঘর দখল করবে, কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কেস-মামলা করবে – এগুলো কেউ করবেন না। এটা কিন্তু আমরা কেউ পছন্দ করি না। আর করবোও না।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য জাফরুজ্জামান খোকন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন নান্নু, সাবেক সদস্য বশির মৃধা, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেনের সিকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার সহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ মিজানুর রহমান, খন্দকার ইমাম হোসেন নাসির, পটুয়াখালী মিডিয়া সেল প্রধান কাজল খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এবং জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী প্রমুখ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫