ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন: ভোটাধিকার সংকটে বিতর্ক


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ১১-৭-২০২৫ রাত ৮:৪৭

সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) হতে যাচ্ছে ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয়ে বকেয়া থাকলে শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবে না এমন সিদ্ধান্তে উত্তপ্ত হতে শুরু করেছে গবি। পাশাপাশি ভোটাধিকারও একই শর্তে সীমিত হবে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। নির্বাচন কি আদৌ সবার জন্য অংশগ্রহণমূলক হচ্ছে কি না এ প্রশ্ন মাথায় নিয়েই সাধারণ সভা শেষে প্রতিবাদের সুর তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। 

গত বুধবার (৯ জুলাই) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগে ছাত্রসংসদের গঠনতন্ত্র সংশোধনের উদ্দেশ্যে একটি সাধারণ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন গবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। শিক্ষার্থীদের ছিল  সরব উপস্থিতি। এসময় নানা প্রস্তাব উত্থাপন, বিতর্ক এবং বিভিন্ন মতামতে জমে ওঠে সভাটি।

সভায় উপাচার্য বলেন, “ছাত্রদের কণ্ঠস্বর উন্মুক্ত রাখার একমাত্র প্ল্যাটফর্ম ছাত্র সংসদ। আমরা চাই শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে গঠনতন্ত্র হোক আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক। কোনো খসড়া চাপিয়ে দেওয়া হবে না- ছাত্ররাই সিদ্ধান্ত নেবে।"

শিক্ষার্থীদের প্রস্তাবনা ও দাবি:

সভায় শিক্ষার্থীরা নির্বাচনে স্বচ্ছতা, প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হল- 

* সংসদের মেয়াদ এক বছর রাখা
* বিভাগভিত্তিক প্রতিনিধিত্বের দাবি
* নির্বাচনকালীন নিরাপত্তায় কুইক রেসপন্স টিম গঠন ও সচেতনতামূলক সেমিনার আয়োজন
* ফি বকেয়া থাকলে ভোটাধিকার না থাকার বিধান বাতিল
* রাজনৈতিক একচেটিয়াত্ব রোধে ব্যবস্থা গ্রহণ
* রাজনৈতিক পরিচয় যাচাইয়ের পদ্ধতি
* নারী বিষয়ক সম্পাদক পদের গুরুত্ব বৃদ্ধি
* অনিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ
* নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা গঠনতন্ত্রে উল্লেখ

শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে উপাচার্য সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন-

মেয়াদ: ছাত্র সংসদের মেয়াদ দুই বছর নির্ধারণ করা হয়েছে। তবে যেসব শিক্ষার্থীর ডিগ্রির মেয়াদ দুই বছরের কম, তাদের পদে অভ্যন্তরীণভাবে নির্বাচন হবে প্যানেলের বাকি সদস্য ও উপদেষ্টা পরিষদের ভোটের মাধ্যমে।

প্রার্থী হওয়ার যোগ্যতা: কেবলমাত্র দণ্ডপ্রাপ্ত আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। অন্য সবাই প্রার্থী হতে পারবেন।

সেমিস্টারভিত্তিক অংশগ্রহণ: ৮ সেমিস্টার প্রোগ্রামের শিক্ষার্থীরা ৭ম সেমিস্টার থেকে এবং ১০ সেমিস্টার প্রোগ্রামের শিক্ষার্থীরা ৯ম সেমিস্টার থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন

প্রতিনিধিত্ব কাঠামো: বিভাগভিত্তিক প্রতিনিধি থাকছে না। পাঁচটি অনুষদ থেকে পাঁচজন প্রতিনিধি নির্বাচিত হবেন।

উপদেষ্টা পরিষদ: এই পরিষদে কোনো সংসদ সদস্য থাকবেন না।

বকেয়া ফি ও নির্বাচনী ফি: প্রার্থীদের সব বকেয়া ফি পরিশোধ করতে হবে। ভোটারদের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য হবে কি না, তা পরে জানানো হবে। প্রাথমিকভাবে নির্বাচনী ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার আইন বিভাগের সভাপতি রফিকুল আলম জানান, “নির্বাচন দুই মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা ও খসড়া প্রস্তুতে কিছুদিন সময় লাগবে। খসড়ার পর চূড়ান্ত তালিকা ও পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। নির্ধারিত সময়সীমা দুই মাস অতিক্রম করবে না।”

সভা শেষ হওয়ার পরপরই বকেয়া ফি’র ভিত্তিতে ভোটাধিকার বাতিলের শর্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় উঠে আসে তীব্র হতাশা ও ক্ষোভ। সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবির লিখেছেন, “আমরা ভিক্ষা চাই না, অধিকার চাই। ছাত্র সংসদ কর আদায়ের যন্ত্র নয়—এটি আমাদের কণ্ঠস্বর।”

শিক্ষার্থীরা বলছেন, ০৭ বছর ধরে নিয়মিত ছাত্র সংসদ ফি দেওয়া সত্ত্বেও কোনো প্রতিনিধি বা নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাননি তারা। আর এখন বকেয়া টাকার অজুহাতে ভোটাধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত তাদের জন্য অপমানজনক ও বৈষম্যমূলক।

আইন বিভাগের আরেক শিক্ষার্থী সম্রাট বলেন, “গণতান্ত্রিক অধিকার কোনো আর্থিক অবস্থা দিয়ে নির্ধারিত হতে পারে না। বকেয়া থাকার কারণে ভোটাধিকার বাতিলের সিদ্ধান্ত সরাসরি সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।”

তারা গঠনতন্ত্র থেকে এই বিতর্কিত ধারা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন এবং সকল শিক্ষার্থীর জন্য সমান ভোটাধিকার ও প্রার্থিতার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের ঘোষণা, “প্রতিটি শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”

এ বিষয়ে গবি উপাচার্য বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ীই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংশোধনের প্রতিটি ধাপ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই সম্পন্ন করা হবে।

এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য

তরুয়াকে হারানোর এক বছর