ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার জুলাই জাতীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:২৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেছেন, আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করার জন্য সকল জনশক্তিকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে হবে।

আজ, শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এক প্রস্তুতি বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেন, "সংগঠনের প্রাণ হচ্ছে জনশক্তি। তাই কেন্দ্রীয় সংগঠনকে মজবুত ও গতিশীল করতে হলে দেশের সকল জনশক্তিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে হবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে দ্বারে ইসলামের বার্তা পৌঁছাতে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে দাওয়াতি কার্যক্রমের পরিধি বৃদ্ধির কোনো বিকল্প নেই।" তিনি আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, "দেশে নতুন করে নির্বাচনী আবহাওয়া সৃষ্টি হয়েছে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে অবসর নেওয়ার সুযোগ নেই, বরং একটি সফল ইসলামী বিপ্লব সাধনের জন্য ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।" তিনি আগামী জাতীয় সমাবেশকে সামনে রেখে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সার্বিক সাংগঠনিক প্রস্তুতি, দাওয়াতি তৎপরতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মিডিয়া ব্যবস্থাপনায় আরও সচেতন ও দক্ষ হওয়ার আহ্বান জানান। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় এবং দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে সকলকে ময়দানে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রস্তুতি বৈঠকে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, সহ-সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ, তরবিয়ত সেক্রেটারি মোহাম্মদ জাফর ইকবাল, তথ্য সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা সবুর খাঁন, আদর্শ শিক্ষক ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরী, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, পেশাজীবী সভাপতি আব্দুল ওয়াদুদ কাউছার প্রমুখ।

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার