পটুয়াখালীতে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীর সুষ্ঠ বিচার দাবিতে সংবাদ সম্মেলন
পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী গ্রামের এক অসহায় নারী ধর্ষণ, প্রতারণা, জোরপূর্বক গর্ভপাত ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ এনে সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন এই নারী।
আজ, শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় ভুক্তভোগী মোসাঃ মাকসুদা বেগম পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার দূর সম্পর্কের দুলাভাই আবু বক্কর মুন্সী তাকে প্রেমের ফাঁদে ফেলে গত ০১ অক্টোবর ২০২৩ রাতে তার ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্ন সময় হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং গোপনে তার অশ্লীল ছবি ধারণ করেন।
তিনি অভিযোগ করেন, ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়লে আবু বক্কর মুন্সী তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু নানা টালবাহানার মাধ্যমে তাকে জোর করে গর্ভপাত করানো হয় এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভিযুক্ত আবু বক্কর। এমনকি মামলা করলে সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।
ভুক্তভোগী বলেন, "আমি যখন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করি (মামলা নং-৩৭/২০২৪), তখন আবু বক্কর মুন্সী জেল হাজতে যায়। সেখান থেকে তার আত্মীয়রা আমাকে প্রস্তাব দেয় যে, সে (আবু বক্কর মুন্সী) জামিনে বের হয়ে আমাকে বিয়ে করবে। আমি বিশ্বাস করে জামিন করাই, কিন্তু বের হয়ে এসে সে বিয়ের অঙ্গীকার ভঙ্গ করে এবং উল্টো আমাকে ও আমার সন্তানদের খুনের হুমকি দিতে থাকে।"
তিনি আরও বলেন, ২৬ মার্চ ও ৩ মে তারিখে তাকে খুনের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় এবং তার বাড়ি চুরি হয়। এসব ঘটনায় তিনি দশমিনা থানায় সাধারণ ডায়েরি ও কোর্টে আরও একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩০/২০২৫।
বর্তমানে ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বারবার প্রশাসনের দ্বারে গিয়েও কোনো কার্যকর সহযোগিতা পাননি বলে জানান। তিনি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের কাছে আবেদন জানান, "আপনারা আমার এই নির্যাতনের কথা তুলে ধরুন। আমি বিচার চাই, আমি নিরাপত্তা চাই। আমি আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই।"
সংবাদ সম্মেলনে পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভুক্তভোগী নারীর স্বজনরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫