রায়গঞ্জে হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্র দম্পতি তোজাম্মেল (৫০) ও জহুরা বেগম। তাদের নিজেদের থাকার মতো একটি ভালো ঘর নেই। স্ত্রী, সন্তান নিয়ে জরাজীর্ণ একটি টিনের ছাপড়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।
সংসারে লাগামহীন নানা বোঝা টানতে টানতে সময়ের পরিক্রমায় অক্ষম ও শক্তিহীন হয়ে পড়েন তোজাম্মেল হক। একসময় অন্য আট দশজনের মতো স্বাভাবিক জীবনযাপন করলেও গত ৪ বছর পূর্বে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে প্যারালাইসিস হয়ে ঘরবন্দি জীবন পার করছেন। সংসার জীবনে ছোট্ট ছেলে ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে অন্যের জায়গায় ভাঙা একটি টিনের ছাপড়ায় মানবেতর জীবন কাটছে তাদের।
অসহায় তোজাম্মেলের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। বর্তমানে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই তাদের বসবাস।
এই দম্পতিদের বড় ছেলে তেমন একটা খোঁজ খবর রাখছেন না। তবে ১৩ বছর বয়সী আরেক ছেলে লেখাপড়া ছেড়ে স্থানীয় করাত কলে কাজ করে দিনে ২’শ টাকা আয় করেই সংসারের হাল ধরেছেন।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে এই প্রতিবেদকের কথা হয় অসহায় এই দম্পতির সাথে। জহুরা বেগম জানান, দীর্ঘ ৪ বছর আগে স্বামীর প্যারালাইসিস হওয়ার পর থেকে তাদের মানবেতর জীবন পার করতে হচ্ছে। সপ্তাহের সাত দিনের মধ্যে কোনো কোনো দিন তাদের একেবারে না খেয়েও থাকতে হয়। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও সরকারিভাবে কোনো সহযোগিতা পাননি তিনি।
অশ্রুসিক্ত চোখে এই দম্পতিরা আরও বলেন, "ভোটের সময় ভোট চাইতে আসে মেম্বার-চেয়ারম্যানরা। ভোট হয়ে গেলে কেউ আর আসে না। একটি ঘরের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি, কোনো গুরুত্ব দেয়নি কেউ। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে তিনি তার স্বামীর জন্য একটি হুইল চেয়ার, খাদ্য সামগ্রী আর একটি কর্মসংস্থানের জন্য আবেদন জানান।"
স্থানীয় শিক্ষার্থী আবু জাফর, সৌরভ তালুকদার, রাসেল জানান, "অসহায় ওই দম্পতির ভালো একটি ঘর নেই। থাকেন টিনের ছাপরায়। একটি ঘর, হুইল চেয়ার, খাদ্য সামগ্রী আর একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে হয়তোবা এই পরিবারটি স্বাভাবিক জীবনে চলতে পারতো। অসহায় এই পরিবারের পাশে সরকারের পক্ষ থেকে কেউ পাশে দাঁড়ায়নি। তারা জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে।"
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ জানান, "অসহায় মোজাম্মেল হকের বিষয়ে আমি অবগত আছি। খুব দ্রুতই তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হবে। এছাড়াও তিনি আবেদন করলে অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।"
এমএসএম / এমএসএম
জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ