দেবীনগরে কাঁচা সড়কে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা যুগ যুগ ধরে কাঁচা ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। এতে রাস্তা সংলগ্ন হাজার হাজার গ্রামবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, কিন্তু এখনও রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
অবকাঠামোর দিক দিয়ে এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও কোনো অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হয়নি, তা জানা নেই এলাকাবাসীর। এই এলাকায় ৫টি প্রাইমারি স্কুল, ২টি হাই স্কুল, ৪টি মাদ্রাসা ও প্রায় ৩৫টি মসজিদ রয়েছে, যেখানে প্রায় ৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। তবুও রাস্তাটির বেহাল দশা কাটেনি।
তাই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তাটি পাকা না হওয়ায় এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন। গতকাল রবিবার দুপুরে কাদাপানির কাঁচা রাস্তায় তারা ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এই অভিনব প্রতিবাদে দেবীনগর ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন।
এ সময় এলাকার শিক্ষার্থীসহ হাজারো মানুষ রাস্তায় নেমে এসে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেন। পরে প্রতীকী প্রতিবাদস্বরূপ স্থানীয় যুবকরা রাস্তায় ধানের চারা রোপণ করেন।
স্থানীয় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বলেন, "যুগ যুগ ধরে নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা চলাচলের অযোগ্য হয়ে আছে। রাস্তাটি পাকা করার জন্য কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট দপ্তর কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ এই রাস্তা দিয়ে দেবীনগর ও আলাতুলী ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। অনেকেই পড়ে গিয়ে আহতও হয়েছেন। এছাড়া কোনো রোগীকে চিকিৎসার জন্য সদরে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়।"
এ ব্যাপারে দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন বলেন, "দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসলেও রাস্তার কোনো সুরাহা হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।"
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
