টাকার অভাবে থমকে গেছে চিকিৎসা, বাঁচতে চায় মাহমুদা খাতুন
"মানুষ মানুষের জন্য - জীবন জীবনের জন্য" - এই কথাটিই যেন মিথ্যে প্রমাণিত হতে চলেছে শিক্ষক নুর মোহাম্মদের কাছে। চিকিৎসা নামক মহাযুদ্ধে স্ত্রীকে বাঁচাতে যুদ্ধ করেই যাচ্ছেন তিনি। বাড়িতে অসুস্থ স্ত্রী মাহমুদা খাতুনকে (৩৬) রেখে কোনো কাজই ঠিকমতো করতে পারছেন না। স্ত্রী মাহমুদার দুটি কিডনিই নষ্ট। স্থানীয় চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষকের পক্ষে এই বিশাল খরচ চালানো সম্ভব হচ্ছে না। নিজস্ব সহায়-সম্বল যা ছিল, ইতোমধ্যে সবই শেষ হয়েছে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে। প্রায় পাঁচ বছর ধরে চলছে তার চিকিৎসা।
দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাগিচাপাড়া এলাকার আলহাজ্ব মৌলভী হাফিজ উদ্দিনের তৃতীয় কন্যা মাহমুদা খাতুন। মেয়ের চিকিৎসার জন্য মাসে প্রায় ৩০ হাজার টাকা প্রয়োজন। নিজের আয়ের বাইরে জমি জমা বিক্রি করে সহায়-সম্বল শেষ করে মেয়েকে বাঁচাতে চলছে পিতার প্রাণান্ত চেষ্টা।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে টানা পাঁচ বছর ধরে চলছে এই চিকিৎসা। বর্তমানে ডায়ালাইসিস সেবা নিতে প্রতিমাসেই লাগছে টাকা। অর্থসংকটে মাঝপথেই ডায়ালাইসিস বন্ধ করতে হচ্ছে তাদের। হাতে টাকা না থাকায়, টাকা জোগাড় করতে না পেরে চিকিৎসা বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন তারা। চিকিৎসা মেটাতে ঋণে জর্জরিত হয়ে পথে বসছে এই সম্ভ্রান্ত পরিবারটি।
শিক্ষক নুর মোহাম্মদ জানান, "হাসপাতালের কিডনি ইউনিট, আমার স্কুলের চাকরি এবং রোগী নিয়ে আসা-যাওয়া করতে করতে আমি এখন খুবই ক্লান্ত। স্ত্রীকে বাঁচাতে আমার সহায়-সম্বল সব শেষ করেছি। বর্তমানে ডায়ালাইসিসের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। মানুষের কাছ থেকে ধার-দেনা আর কতো নেওয়া যায়।"
তিনি আরও বলেন, "কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান স্যার জানিয়েছেন, বর্তমানে CKD (ক্রনিক কিডনি ডিজিজ)-তে অতিক্রান্ত হয়েছে। তার দুটি কিডনিই বিকল অবস্থায় রয়েছে। এই মুহূর্তে দেশের বাইরে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) ছাড়া স্ত্রীকে বাঁচানোর কোনো উপায় নেই। এতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে। স্ত্রীকে বাঁচাতে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।"
মৌলভী হাফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, "প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা জোগাড় করতে না পারলে বন্ধ হয়ে যাবে তাঁর মেয়ের চিকিৎসা। মাহমুদার দুটি কিডনিই বিকল। মেয়ের জামাইয়ের স্কুলের বেতন ছাড়া কোনো আয় নেই, এতোদিন আমি ধার-দেনা করে সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসার খরচ চালিয়েছি। এভাবে আর কতোদিন!"
তিনি আরও জানান, "কিডনি ডিজিজ বা CKD-তে অতিক্রান্ত হয়েছে। তার দুটি কিডনির অবস্থা খুবই খারাপ ও লাস্ট স্টেজে আছে। এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা ছাড়া মেয়েকে বাঁচানোর কোনো উপায় নেই। এর জন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। আমাদের পক্ষে এতো টাকা জোগাড় করা মোটেও সম্ভব নয়। শেষ পর্যন্ত কী হয় জানি না। আমার মেয়েকে বাঁচাতে সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন তিনি।"
যোগাযোগ এবং বিকাশ/নগদ: ০১৯১৮৫৬৭৫৩০।
এমএসএম / এমএসএম
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার
ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন
আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম
আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল
বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ