ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আনোয়ারার বরুমচড়া ইউপি চেয়ারম্যানকে পুনরায় ক্ষমতা প্রদানে ইউপি সদস্যদের অসম্মতি


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৭-৭-২০২৫ বিকাল ৫:৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরুমচড়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানকে পুনরায় ক্ষমতা প্রদানের বিপক্ষে ৯ জন ইউপি সদস্য সম্মতি স্বাক্ষর দিয়েছেন।

গত মঙ্গলবার (১৫ জুলাই) ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকারের উপ-পরিচালক এবং চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর দরখাস্ত প্রদান করেন।

ইউপি সদস্যরা জানান, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা শামশুল ইসলাম চৌধুরীকে গত ১৪ জানুয়ারি বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় পুলিশ গ্রেপ্তার করে। এরপর চলতি বছরের ২৯ জানুয়ারি এই ইউনিয়ন পরিষদসহ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ইউপি সদস্যদের অভিযোগ, কারাগার থেকে ফিরে শামশুল ইসলাম চৌধুরী পুনরায় ক্ষমতায় বসতে নানাভাবে তদবির করছেন। এরমধ্যে ডেপুটি ডিরেক্টর স্থানীয় সরকার (ডিডি এলজি) থেকে মতামত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হলে ইউপি সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

পরে ইউনিয়ন পরিষদে জরুরি বৈঠক ডেকে ইউনিয়নটির এগারো জন পুরুষ ও মহিলা ইউপি সদস্যের মধ্যে নয়জন ইউপি সদস্য সাবেক চেয়ারম্যানকে পুনরায় চেয়ারম্যানের ক্ষমতা প্রদানের বিপক্ষে সম্মতি স্বাক্ষর দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে তাদের স্বাক্ষরিত অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকারের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়।

ইউপি সদস্য মো. এরফান জানান, "শামসুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকের ক্ষমতায় চেয়ারম্যান হয়েছিলেন। অতীতে তিনি ইউপি সদস্যদের কোনো মতামতের গুরুত্ব দিতেন না। মূলত তার ছেলে চেয়ারম্যান কার্যক্রম পরিচালনা করতেন, এবং সে সীমাহীন লুটপাট ও দুর্নীতি করেছে। বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েও তিনি আবার পরিষদ চেয়ারম্যান দখল করতে চান। আমরা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি অবহিত করছি।"

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, "ডেপুটি ডিরেক্টর স্থানীয় সরকার (ডিডি এলজি) থেকে বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরীকে পুনরায় ক্ষমতা প্রদানের জন্য ইউপি সদস্যদের মতামতের নির্দেশ দেওয়া হয়েছে। ইউপি সদস্যের মতামত নিয়ে রিপোর্ট পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত ডিডি এলজি দেবে।"

এমএসএম / এমএসএম

যশোরে ৩৫ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি’র সরকার আসবে, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রীঃ ড. মারুফ হোসেন”

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

তারেক রহমানের সহযোগিতায় সুস্থ জীবনের পথে বারহাট্টার রাতুল

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বালাগঞ্জে বিএনপি-আ'লীগ একাট্টা হয়ে খেলার মাঠ দখল করে চাষাবাদ

কেশবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারাগঞ্জে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুমারখালীতে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

পানি সংকটে অতিষ্ঠ পৌরবাসী ; নিরাপদ পানি সরবরাহের দাবি

পাথারিয়া চা বাগানে লুকানো ‘বেকি লেক’: বড়লেখায় পর্যটনে অপার সম্ভাবনা