ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিশোধ 


ফারজানা আহমেদ  photo ফারজানা আহমেদ
প্রকাশিত: ৩-৬-২০২১ রাত ১১:২
প্রতিশোধ 
 ফারজানা আহমেদ 
                     
 দিন রাতের বিবশ শব্দ নিয়ে হাজার খেলা
নিঝুম রাত ডহুকের কান্না ঝরা বিকলাঙ্গ মন
শ্রমে আর ঘামে নিদারুণ নিষ্ঠুর যন্ত্রণাময়
বিভাজন শ্রমে ঘামে অট্টালিকায় কুঁড়েঘরে
সময়ের টানাপোড়েনে দুর্বোধ্য তরুণ তরুণীরাও 
সবুজ মুখ হারিয়ে যায় সুউচ্চ পাহাড়ের ঢেউয়ে
ভিজে ঘামে রিকশার প্যাডেল চাপে ভগ্নহৃদয়
আতংকিত চারিদিকে বিভীষিকা কভিড
প্রকৃতির ধিক্কার, শ্রমের ধিক্কার একচোখ যত্রতত্র 
নিষ্পলক বিষাদ সর্বগ্রাসী মরণ ফাঁদের জালে
পলকহীন মন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে
আক্ষেপ আর কতো দূরে নির্মল বায়ূ 
ধ্বংস লীলায় মত্ত নব নব বিজ্ঞান প্রযুক্তি
নিস্ক্রিয়  মনোজগৎ,এবার প্রকৃতির প্রতিশোধ। 

এমএসএম / এমএসএম