ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে হোটেল ব্যবসায়ীদের দখলে মহাসড়কের দু’পাশ, তীব্র যানজটে জনদুর্ভোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১:৪১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া হাইওয়ে সড়কের পাশ দিয়ে ব্যাঙের ছাতার মতো অসংখ্য হোটেল গড়ে উঠেছে। এসব হোটেলের সামনে মহাসড়কের দু'পাশে গাড়ি দাঁড় করিয়ে খাবার খাওয়ায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী, স্থানীয় জনগণ ও ছোট-বড় যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়ছেন।

প্রতিদিনই এসব দৃশ্য প্রশাসনের চোখের সামনে পড়লেও হাইওয়ে পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ। সরেজমিনে দেখা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত ১৫ কিলোমিটার হাইওয়ে সড়কের পাশ দিয়ে প্রায় ৩২টি হোটেল গড়ে তোলা হয়েছে। এসব হোটেলে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় ট্রাক ও বাসগুলো হাইওয়ের সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হচ্ছে, যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

হাইওয়ে সড়কে দেখা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা এলাকায় একই স্থানে ৮টি হোটেল গড়ে উঠেছে। রাস্তার পশ্চিম পাশে মামা-ভাগ্নে, চাচা-ভাতিজা, ডিসান, সততা, ভুইয়া এবং সড়কের পূর্ব পাশে পাপিয়া, মামা-ভাগ্নে, লালন শাহী হোটেল। এসব রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য মহাসড়কের ওপর প্রতিদিনই সারি সারি শত শত গাড়ি দাঁড়ানো দেখা যায়। হাইওয়ে সড়কে গাড়িগুলো রাখায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা রাস্তায় চলাচলকারী ছোট-বড় যানবাহন চালক ও সাধারণ জনগণের জন্য চরম বিড়ম্বনা তৈরি করছে।

স্থানীয়রা জানান, রেস্টুরেন্টের মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে গাড়ি পার্কিং করে আসছেন। প্রশাসনের নীরব ভূমিকার ফলে এলাকার কেউ তাদের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাচ্ছেন না। ঘুড়কা মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী স্থানীয় বাসিন্দা শরিফুল, ইসমাইল, শুকুর আলী ও মজিবর রহমান বলেন, "প্রতিদিন আমরা এই সড়ক দিয়ে যাতায়াত করি। বছরের পর বছর ঘুড়কার হোটেলগুলোর সামনে মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে ঘুমানো ও খাবার খাওয়ায় সড়কের দুই পাশ বন্ধ হয়ে যায়, এতে সৃষ্টি হয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় আমাদেরকে। অনেক সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটের কারণে আটকে যায়। তাছাড়া প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। হাইওয়ে সড়কের ওপর গাড়ি পার্কিং সম্পূর্ণ বেআইনি। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।"

মহাসড়ক দিয়ে যাতায়াতকারী ঘুড়কা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিহাব, নয়ন, রুমানা খাতুন ও নাজনীন বলেন, "আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল যাওয়া আসা করি। কিন্তু যানজটের কারণে ক্লাসে উপস্থিত হতে প্রায়ই দেরি হয়ে যায়। অনেক সময় হেঁটে হেঁটে রাস্তার পাশ দিয়ে সড়কে দাঁড় করানো গাড়ির ফাঁক ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে আতঙ্কে থাকতে হয়। আমাদের মাঝে মাঝে ভয় হয়, কখন যেন কোনো দুর্ঘটনা ঘটে যায়। আমরা চাই এই রাস্তা হোটেল ব্যবসার জায়গা না হয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের জন্য করে দেওয়া হোক, এ বিষয়ে প্রশাসনকে অনুরোধ করছি।"

ঘুড়কা চাচা-ভাতিজা হোটেল মালিক শরিফুল ইসলাম জানান, "হাইওয়ে সড়কের উপরে গাড়ি পার্কিং করা সম্পূর্ণ বেআইনি। আর যাতে মহাসড়কের উপর গাড়ি না রাখে আমরা সেই চেষ্টা করব।" মামা-ভাগ্নে হোটেল মালিক আব্দুল আলীম বলেন, "আমার হোটেলের সামনে গাড়ি কম থাকে, অন্য হোটেলের গাড়ি রাস্তায় দাঁড়ায়।"

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, "আমরা এ ব্যাপারে শীঘ্রই অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।" হাইওয়ে বগুড়া জোনের পুলিশ সুপার শহিদ উল্লাহ বলেন, "নিজস্ব জায়গাতে হোটেল ব্যবসা করতে হবে। মহাসড়কে অযথা গাড়ি পার্কিং করা সম্পূর্ণ বেআইনি। সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।"

এমএসএম / এমএসএম

জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার