ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

যশোর যেন রণক্ষেত্র নব্বই দিনে ১৮ খুনে কাঁপছে জনপদ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ৩:৪৩

যশোর জেলায় গত তিন মাসে কমপক্ষে ১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডগুলোর পেছনে রয়েছে জমিজমা সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব ও পারিবারিক-পরকীয়া সম্পর্ক ইত্যাদি।  হত্যার ধরন গুলো রীতিমতো ভয়াবহ কুপিয়ে, গুলি করে, ধর্ষণের পর পুকুরে লাশ ফেলে দেওয়া, এমনকি লেপ-তোষকের বাক্সে লাশ লুকিয়ে রাখার মতো হৃদয়বিদারক ভাবে মানুষ হত্যার ঘটনা ঘটছে। তথ্য অনুপাতে, গত ২২ মে অভয়নগরের ডহর মশিয়াহাটী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম। এ হত্যার পর ওই এলাকায় মাতুয়া সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘটনাটির মূল কারণ মাছের ঘের নিয়ে বিরোধ হলেও তদন্তে চরমপন্থীদের সম্পৃক্ততার প্রমাণ মেলে। এরপর ৯ জুন যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মইন উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। একই রাতে চৌগাছার পুড়াহুদা গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম নিহত হন।১৪ জুন  অভয়নগরের নাউলি গ্রামে কুয়েত প্রবাসী হাসান শেখকে গলা কেটে হত্যা করা হয়। তার পারিবারিক সূত্র জানাই, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ওই একই রাতে শার্শার দুর্গাপুর বাজারে রাজনৈতিক বিরোধে নিহত হন বিএনপি কর্মী লিটন হোসেন। ঘটনার চারদিন আগেই ঈদের দিন শার্শার ডুবপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে নিহত হন বিএনপি নেতা আব্দুল হাই।ঈদের দিনই ঝিকরগাছার হাড়িয়া গ্রামে ভয়াবহ আরেকটি ঘটনা ঘটে। বেড়াতে এসে নিখোঁজ হয় ১০ বছরের শিশু সোহানা। পরে তার ধর্ষিত মরদেহ পুকুরে পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ নয়ন ওরফে নাজমুস সাকিব নামের একজনকে গ্রেফতার করেছে। এদিকে চলতি মাসের ৯জুলাই বাঘারপাড়ার ঘোষনগর গ্রামে সুচিত্রা সেন দেবনাথ নামের এক গৃহবধূর লাশ উদ্ধার হয় লেপ-তোষকের বাক্সের ভেতর থেকে। হত্যায় তার স্বামী তপন দেবনাথকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, পরকীয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। সর্বশেষ ১২ জুলাই রাতে যশোর শহরের ষষ্ঠিতলা এলাকায় আশরাফুল ইসলাম বিপ্লব নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তে জানা যায়, বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। এইসব ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বহু সন্ত্রাসী এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পুলিশি নিষ্ক্রিয়তায় তারা আবার ফিরেছে। এখন তারা একের পর এক খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি দ্রুত এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।

অপর দিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবুল বাশার সহ একাধিক প্রশাসন সূএ বলছেন,  বিচ্ছিন্ন এসব ঘটনায় অধিকাংশই মোটিভ চিহ্নিত করা হয়েছে এবং জড়িতদের অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে জনসাধারণের আশ্বস্ত করতে পুলিশের এমন বিবৃতি যথেষ্ট কি না তা নিয়ে প্রশ্ন থাকেই যায়। সচেতন মহল ও স্থানীয়রা বলছেন, যদি পরিস্থিতি এমনই চলতে থাকে তাহলে যশোরে জীবন-নিরাপত্তা ক্রমেই অনিশ্চয়তার দিকে ধাবিত হতে থাকবে। তাই তারা আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপরতা বৃদ্ধির জন্য আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার