ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

SDI-এর ৩২ বছরের মাইলফলক উদযাপন ও কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:১

সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (SDI)-এর ৩২ বছরের সাফল্যের মাইলফলক উদযাপন ও কেন্দ্রীয় কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য কর্মসূচী ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।
 
২৩-২৫ জুলাই তিন দিনব্যাপী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের ওশান প্যারাডাইস এর ক্যাপ্টেন কক্স কনভেনশন ভেন্যুতে উক্ত কনভেনশন অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশন শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন SDI-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পদার্থবিদ ও গণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং SDI-এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে SDI-এর ভাইস চেয়ারম্যান এস. এম. গোলাম মোস্তফা, ইউবিকো এর এমডি এমএম মোস্তফা বিল্লাল, পিকেএসএফ এর এজিএম আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংক এর AGM মো. মনজুর মোরশেদ  এবং
এমএফআই ও কৃষি অর্থায়ন বিভাগ এর প্রধান তাপস কুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন এসডিআই এর পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন SDI এর সহকারী পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনীন হক SDI এর উপ-নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক। প্রথম অধিবেশনে SDI এর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় উপস্থাপনা সাকিব আহসান এবং সহকারী পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক রুবাইয়া আফরোজ।বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশের পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ জসিম উদ্দীন চৌধুরী (ট্রাফিক),কক্সবাজার। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন SDI চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল হোসেন। 

অনুষ্ঠান শেষে গালা নাইট শিরোনামে অনুষ্ঠিত হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটি প্রথম শুরু হয় বাংলা লোকনৃত্যের মাধ্যমে এরপর পাহাড়ি নৃত্যের আয়োজন এবং ব্যান্ড সঙ্গীত ও ডিজে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তৃতীয় দিনের কর্মসূচীতে সকলে SDI এর লগো সন্বলিত টি-শার্ট ও টুপি মাথায় পড়ে বিশেষ ফটোসেশন এবং  বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরন।

এসডিআই কর্তৃপক্ষ জানান ২০২৪-২০২৫ অর্থবছরে ১২৩২ কোটি টাকা ঋণ বিতরণ এবং ৮১ কোটি টাকা বকেয়া আদায় হয়েছে । উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ১,৮৪,০৭৮ জন মানুষের কাছে ৭৮.৬ কোটি টাকার সম্পদ ও প্রযুক্তি স্থানান্তর করা হয়েছে। গ্রামীণ অংশীদারদের সঞ্চয় বৃদ্ধি পেয়ে ৩২৯ কোটি টাকা এবং সম্পদ বৃদ্ধি হয়েছে ৩২৫ কোটি টাকা।

২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্য ও পরিকল্পনা হিসাবে তারা বলেন ঋণ বিতরণের লক্ষ্য ১,৮০০ কোটি টাকা, যা প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বয়স্ক, অতি দরিদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হবে।

২,৪৫,৫৮৩ ঋণগ্রহীতার সম্পদ বৃদ্ধির লক্ষ্য ৪২৫ কোটি টাকা। নতুন ৪৫টি শাখা চালু করে মোট শাখার সংখ্যা হবে ১৬৪টি, এবং গ্রামীণ অংশীদার সংখ্যা দাঁড়াবে ২,৫৯,২২৭ জন। ৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১,৪৪,০৫৯ মানুষের কাছে সম্পদ ও প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছর এর বিশেষ উদ্যোগ এর অংশ হিসাবে ১৭,৪৫২ নতুন উদ্যোক্তা তৈরি এবং ৭৮,৫৬৩ জনের স্বনিয়োজিত কর্মসংস্থান হবে। ১,১২,৭৯৫ জনের বেতনভিত্তিক চাকরির সুযোগ, যা গত বছরের তুলনায় স্বনিয়োজিত কর্মসংস্থানে ৩০-৩৫% বৃদ্ধি ঘটাবে। বিভিন্ন প্রোগ্রামে ডিজিটালাইজেশন সংযোজন, বাজার সংযোগ জোরদার এবং নারী নেতৃত্বে একটি পাইলট শাখা চালু করা হবে। এছাড়াও SDI-এর নিজস্ব ইমেইল ডোমেইন চালু এবং অনলাইন ব্যবসার সম্প্রসারণ।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা