রায়গঞ্জে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু : এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রবিবার (২৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, চান্দাইকোনা নাগ পাড়ায় নিহত কবিতা নাগ তাঁর স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন। শনিবার সকলে একসাথে রাতের খবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে কবিতা নাগকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বারান্দায় গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে তাঁরা।
নিহতের স্বামী আকাশ বিশ্বাস জানান, আমার স্ত্রী কবিতা নাগ বেশ কয়েকদিন ধরে হতাশাগ্রস্ত ছিলো। সে মাঝে মধ্যেই আত্মহত্যা করতে চাইতো। এমনকি সে তাঁর স্কুলের পিয়ন কামরুল ইসলামকে দিয়ে আত্মহত্যার জন্য গত ১৬ জুলাই কীটনাশক ক্রয় করতে পাঠিয়ে ছিলেন৷
চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, গত ১৬ জুলাই নিহত কবিতা নাগ হতাশাগ্রস্ত থাকায়, কারণ জিজ্ঞেস করলে তিনি পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত করেন। ওইদিনেই নিহত কবিতা নাগ স্কুলের পিয়নকে দিয়ে কীটনাশক ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। এ ঘটনায় আমরা তাঁর পরিবারকে অবহিত করেছিলাম।
ওসি কে.এম মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ওই একাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুনজন।
এমএসএম / এমএসএম
জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ