রায়গঞ্জে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু : এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রবিবার (২৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, চান্দাইকোনা নাগ পাড়ায় নিহত কবিতা নাগ তাঁর স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন। শনিবার সকলে একসাথে রাতের খবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে কবিতা নাগকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বারান্দায় গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে তাঁরা।
নিহতের স্বামী আকাশ বিশ্বাস জানান, আমার স্ত্রী কবিতা নাগ বেশ কয়েকদিন ধরে হতাশাগ্রস্ত ছিলো। সে মাঝে মধ্যেই আত্মহত্যা করতে চাইতো। এমনকি সে তাঁর স্কুলের পিয়ন কামরুল ইসলামকে দিয়ে আত্মহত্যার জন্য গত ১৬ জুলাই কীটনাশক ক্রয় করতে পাঠিয়ে ছিলেন৷
চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, গত ১৬ জুলাই নিহত কবিতা নাগ হতাশাগ্রস্ত থাকায়, কারণ জিজ্ঞেস করলে তিনি পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত করেন। ওইদিনেই নিহত কবিতা নাগ স্কুলের পিয়নকে দিয়ে কীটনাশক ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। এ ঘটনায় আমরা তাঁর পরিবারকে অবহিত করেছিলাম।
ওসি কে.এম মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ওই একাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুনজন।
এমএসএম / এমএসএম
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার
ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন
আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম
আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল
বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ