ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুরে রোপা আমনের বাম্পার ফলনের আশা চাষিদের


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ৪:৫৩

বগুড়ার শেরপুরে রোপা আমন ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শ্রাবণের শেষে এক সময় বৃষ্টিতে জমি তৈরি, বীজতলা থেকে চারা সংগ্রহ ও জমিতে ধান রোপণে ব্যস্ত ছিলেন এ উপজেলার কৃষকরা। এখন জমিতে সার দেয়া, কীটনাশক ছিটানো এবং জমির ঘাসমুক্ত করার কাজ নিয়ে ব্যস্ত তারা। প্রকৃতির ওপর নির্ভর করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এই অঞ্চলের কৃষকরা রোপা আমন ধান চাষ করে থাকেন

স্থানীয় সূত্রে জানা যায়, আষাঢ়ের শেষে শ্রাবণের প্রথম থেকে রোপা আমন ধানের চাষ শুরু হলেও এ বছর মৌসুমের শুরু দিকে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ায় ধান চাষের পূর্বপস্তুতি হিসেবে বীজতলা তৈরিরী করতে পেরেছে এখানকার কৃষকরা। ফলে এ বছর রোপা আমন চাষে অনেকটা বাম্পার ফলনের আশা করছে বলে জানিয়েছেন শেরপুর উপজেলার কৃষকরা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, মাঠজুড়ে চলছে রোপা আমন ধানের পরিচর্যার প্রতিযোগিতা। শত ব্যস্ততার মাঝেও কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ায় রোপা আমন ধান চাষ নিয়ে আশাবাদী তারা। এ মৌসুমে রোপা আমন ধান চাষের খরচ ইরি চাষের চেয়ে কম হওয়ায় অনেক কৃষকই তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাষ করতে পারছেন।

শেরপুর উপজেলার চাষি মজিবর বলেছেন, এ বছর চারার সঙ্কট না হাওয়ায় ও সময়মতো বৃষ্টিপাত হওয়ায় ধান চাষের খরচ কম হচ্ছে। যদি শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকে তবে এ বছর চাষিদের চোখ-মুখে দেখা যাবে হাসির ঝিলিক।

খিকিন্দা গ্রামের ধানচাষি মনির মিয়া, মজনু আলীসহ স্থানীয় কৃষকরা জানান, আশানুরূপ বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন এবং উৎপাদিত ধানের নায্যমূল্য পাওয়ায় আশা করছেন।

চলতি মৌসুমে এই উপজেলার প্রায় কৃষকরাই দেশীয় জাতের পরিবর্তে (বিনা ধান-১৭, ৭, ২০, ব্রি-ধান ৪৯, ৬৬, ৭২, হাইব্রিড ধানী গোল্ড ও কেয়া) জাতের উচ্চ ফলনশীল ধানের চাষ করছেন।

তাতরা গ্রামের রোপা আমন ধান চাষী রাসেল ইসলাম বলেন, এ বছর আমি দুই বিঘা জমিতে ধানের চাষ করেছি, যাতে জমি চাষ, বীজ, শ্রমিক, সার বাবদ প্রথম অবস্থায় খরচ হয়েছে ৭ হাজার টাকা। এছাড়া নিড়ানি, কীটনাশক, ধান কাটা ও মাড়াই বাবদ আরো টাকা প্রয়োজন হবে। তবে আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এ খরচ পুষিয়ে যাবে।

শেরপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর শেরপুর উপজেলায় ২১ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লাখ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জিত হয়েছে ২২ হাজার ২০০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উপজেলায় ধান উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছে কৃষি বিভাগ।

জামান / জামান

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু