ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে কালবার্টের মুখ বন্ধে জলাবদ্ধতা, দুর্ভোগে শতাধিক পরিবার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৫৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে প্রায় শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্ব পাড়া গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগের অভাবে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পুরো এলাকা।

সরেজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, শতাধিক পরিবার অতিবৃষ্টির কারণে প্রায় সময় ধরেই পানিবন্দি অবস্থায় জীবনযাপন করেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ থাকায় জমে থাকা পানি ধীরে, ধীরে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই সাথে  এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। এতে করে এলাকাটি অনেকটাই ভাগাড়ে পরিণত হয়েছে। একাধিকার উপজেলা ও ইউনিয়ন পরিষদে জানালেও কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই কেউ।

স্থানীয় বাসিন্দা রেজা আকন্দ, রেজাউল করিম বাবু, আব্দুল হামিদ, জাহিদুল ইসলাম জানান, দিনের পর দিন এভাবে বসবাস করায় অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ডায়রিয়া, চর্মরোগ, পেটের পীড়া ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার হার দিন দিন বেড়েই চলেছে।

তারা আরো বলেন, বর্ষা এলেই আতঙ্কে থাকি। সামান্য বৃষ্টিতেই বাড়ির আশপাশে পানি উঠে যায়। রান্নাবান্না, চলাফেরা, সব কিছুই অসম্ভব হয়ে পড়ে। আমাদের এলাকায় পানি বের হওয়ার পথে একটি কালবার্ট ছিলো। বর্তমানে কালবার্টটির মুখ বন্ধ হয়ে গেছে। এলাকায় জমে থাকা পানি কোন দিক দিয়ে বের হচ্ছে না। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, স্থায়ী সমাধানের জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে খুব শীগ্রই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, খুব শীগ্রই আলোচনা করে  কিভাবে জলাবদ্ধতা নিরসন করা যায় এ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার