ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

অভয়নগর উপজেলা কৌশল পাল্টে চলছে চাঁদাবাজি, বিপাকে ব্যবসায়ীরা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ৪:১৭

যশোরের অভয়নগরে বন্ধ হচ্ছে না চাঁদাবাজি। বিভিন্ন অজুহাতে দিতে হচ্ছে চাঁদা। কৌশল পাল্টে চাঁদাবাজি করায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। যে কারণে চাঁদাবাজ গ্রেপ্তার করাটা আইনশৃঙ্খলা  বাহিনীর জন্য কঠিন হয়ে পড়েছে। চাঁদা আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ব্যবসায়ীরা। 
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ বাজারে চাঁদাবাজদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোনে, মোখিকভাবে, ডাকযোগে চিঠি বা দাওয়াতপত্রসহ বিভিন্ন কৌশলে চাঁদা আদায় করা হচ্ছে। যে কারণে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়ি থাকতে বাধ্য হচ্ছেন।  
নাম প্রকাশ না করার শর্তে নওয়াপাড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, দুই যুগ ধরে তারা ঔষধ ব্যবসা করছেন। কোন দিন চাঁদা দিতে হয়নি। কিন্তুু ২০২৪ সালের ১০ আগস্টের পর তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। চাঁদাবাজরা বিভিন্ন সময় ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলে দোকানে দাওয়াতপত্র দিচ্ছে। দু' একদিন পর ৮-১০ জনের একটি দল দাওয়াতপত্রের অজুহাতে টাকা নিতে আসছে। টাকা না দিত চাইলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের হুঁমকি দিচ্ছে। অনেকে আবার পিকনিকের কথা বলেও টাকা আদায় করছে। আদায়ের সময় রাজনৈতিক দলের পাতি নেতাদের নামও ব্যবহার করছে তারা। 
সম্প্রতি এক দাওয়াতপত্রের ঠিকানা অনুযায়ী সেই ক্লাবের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, তাই বাজারের কয়কজন ব্যবসায়ীকে দাওয়াত দেওয়া হয়েছে। ক্লাবের নামে টাকা আদায়ের বিষয় জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। 
ক্ষুদ্র ব্যবসায়ী আল আমিন হোসেন বলেন, আমার ছোট দোকান, কেনাবেচা নেই বললেই চলে। এরমধ্যে এক শ্রেণির যুবক তাদের পাড়ায় অনুষ্ঠানের কথা বলে চাঁদা দাবি করে। না দিতে চাইলে দোকান বন্ধ করে দেওয়ার হুঁমকি দেয় তারা। প্রায় ৩ দিন হয়েছে দোকান বন্ধ রেখে বাড়িতে বসে আছি। 
নওয়াপাড়া বাজার কমিটির সাবেক এক নেতা বলেন, গত ৫ আগস্টের পর থেকে অভয়নগরের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে কোন বাজার কমিটি নেই। আর সেই সুযোগ কাজে লাগিয়ে চাঁদাবাজরা সক্রিয়। তাই চাঁদাবাজ ধরতে শুধু প্রশাসন নয় ব্যবসায়ীদেরও ভূমিকা থাকতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চাঁদাবাজি বন্ধ করা সম্ভব।    
এ ব্যাপার রবিবার (৩ আগস্ট) অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আলীম "সকালের সময়কে" বলেন, ‘চাঁদাবাজ ধরতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বোক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম

চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসলাম চৌধুরী

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

’ম্যানেজে’ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার

মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী মিঠুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: ক্ষুদ্ধ নেতাকর্মীরা

‎মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ

মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস

কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ