ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩-৮-২০২৫ বিকাল ৫:১৪

কিন্ডারগার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেনীর ছাত্র- ছাত্রীদের সরকারি প্রাথমিক  বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন হতে বাদ দিয়ে গত ১৭ জুলাই-২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে পটুয়াখালীতে শত শত শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারক লিপি দিয়েছে কিন্ডারগার্ডে ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলার ব্যানারে কিন্ডারগার্ডেন সমূহের শিশু শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকবৃন্দ। 
রবিবার (০৩ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনকালে বক্তব্য রাখেন কালিকাপুর প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদল, রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিঃ মো. রাসেল হোসেন, ছোট বিঘাই প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আহসানুল কবির, প্রভাতি প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আছিয়া বেগম, ব্রাইট ফিউচার প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেফা আক্তার, রোজ গার্ডেন প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, আদর্শ মডেল প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান, কলাপাড়া রাইজিং সান প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মাসুদ প্রমুখ। 
বক্তারা বলেছেন ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হলে দেশের সকল সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও এনজিও পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পায়। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেয়া হতো। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ হলে ২০২২ সালে পূর্বের ন্যায় ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানেও দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পায়।  কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের অসংখ্য ছাত্র- জনতা জীবন উৎসর্গ করে। সেই জুলাই অভ্যুল্থানের বর্ষপূর্তিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহন করেন ২০২৫ এর ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। বক্তারা এ বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য শিক্ষা উপদেষ্টার কাছে জোর দাবী করেন।
পরে শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্ঠার বরাবরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির