সন্দ্বীপে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে শিক্ষার্থীকে সংবর্ধনা

এসএসসি/সমমান পরীক্ষায় সন্দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন কৃতী শিক্ষার্থীকে বরাবরের মত এবারও সংবর্ধনা দিল সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা।
২ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত উক্ত ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সভাপতি নিঝুম খান ও বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক জনাব এ.কে ফজলুল করিম বাবুল।
মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আসিফ আকতার, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন, সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম রিয়াদ, ডেল্টা ইমিগ্রেশনের ম্যানেজার সায়েদ মাহমুদ, বাউরিয়া গোলাম খালেক একাডেমির শিক্ষক মোঃ মামুনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের আগামীতেও উত্তম ফলাফলের এ ধারা অব্যাহত রেখে নীতি-নৈতিকতার সাথে সুশিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। বক্তারা কৃতীদের পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন স্মারক, সনদপত্র ও বই প্রদান করা হয়।
যাঁদের সার্বিক সহযোগিতায় উপরোক্ত সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন - মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক শিক্ষক, ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ, হালিশহর, চট্টগ্রাম,কারিমুল মাওলা লিটন, উপদেষ্টা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা,কাজী জিয়া উদ্দিন সোহেল, বার্তা সম্পাদক, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা,মোহাম্মদ রেজাউল করিম, ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা,আবদুস সোবহান, সারিকাইত, সন্দ্বীপ,মাহমুদ আল ফারাবী, মগধরা, সন্দ্বীপ,মোহাম্মদ আলমগীর, সিইও, ডেল্টা ইমিগ্রেশন, চট্টগ্রাম।
প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ০৭টি কর্মসূচি চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত
