জন্ম-মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে সেরা ইউএনও রুবেল রানা
জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে শ্রেষ্ঠ হয়েছে তারাগঞ্জ উপজেলা, আর এই শ্রেষ্ঠত্বের প্রধান নায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। সদ্য সমাপ্ত জাতীয় জরিপে সারা দেশের মধ্যে তারাগঞ্জ উপজেলা দ্বিতীয় এবং রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার অভাবনীয় এই সাফল্যের জন্য তিনি দেশসেরা স্বীকৃতি পেয়েছেন।
স্থানীয় সরকার বিভাগ (রেজিস্ট্রার জেনারেল “জন্ম ও মৃত্যু নিবন্ধন” এবং বিভাগীয় কমিশনার কার্যালয়) এর যৌথ মূল্যায়নে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে তারাগঞ্জ উপজেলা নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৩৩.৪০ শতাংশে পৌঁছায়। চট্টগ্রামের বাঁশখালি উপজেলা (১৩৫.২২%) শতাংশ অর্জনের মাধ্যমে সারাদেশে প্রথম হয়েছে এবং একই জেলার সীতাকুন্ড উপজেলা তৃতীয় হয়েছে।
তথ্য মতে, তারাগঞ্জ উপজেলার “জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন” ১৩৩ শতাংশ অর্জন একটি দৃষ্টান্ত। এই সাফল্য শুধু পরিসংখ্যান নয় বরং তারাগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত কাজের ফল। নিবন্ধন প্রক্রিয়াকে গতিশীল করতে নিয়মিত মনিটরিং ও পুরস্কারভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে মাঠপর্যায়ে ব্যাপক গণসচেতনতা কার্যক্রম, ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে জোর দেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, এই সাফল্য কেবল উপজেলা প্রশাসনের নয় তারাগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ইউনিয়ন চেয়ারম্যান, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনের এই সাফল্য, আগামী বছর গুলোতেও ধরে রাখার আহ্বান করছি। আমি মনে করি, এই সাফল্য দেশের অন্যান্য উপজেলা গুলোর জন্য অনুকরণীয় হয়ে উঠবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫