ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

জন্ম-মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে সেরা ইউএনও রুবেল রানা


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:২৬

জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে শ্রেষ্ঠ হয়েছে তারাগঞ্জ উপজেলা, আর এই শ্রেষ্ঠত্বের প্রধান নায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। সদ্য সমাপ্ত জাতীয় জরিপে সারা দেশের মধ্যে তারাগঞ্জ উপজেলা দ্বিতীয় এবং রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার অভাবনীয় এই সাফল্যের জন্য তিনি দেশসেরা স্বীকৃতি পেয়েছেন। 
স্থানীয় সরকার বিভাগ (রেজিস্ট্রার জেনারেল “জন্ম ও মৃত্যু নিবন্ধন” এবং বিভাগীয় কমিশনার কার্যালয়) এর যৌথ মূল্যায়নে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে তারাগঞ্জ উপজেলা নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৩৩.৪০ শতাংশে পৌঁছায়। চট্টগ্রামের বাঁশখালি উপজেলা (১৩৫.২২%) শতাংশ অর্জনের মাধ্যমে সারাদেশে প্রথম হয়েছে এবং একই জেলার সীতাকুন্ড উপজেলা তৃতীয় হয়েছে।
তথ্য মতে, তারাগঞ্জ উপজেলার “জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন” ১৩৩ শতাংশ অর্জন একটি দৃষ্টান্ত। এই সাফল্য শুধু পরিসংখ্যান নয় বরং তারাগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত কাজের ফল। নিবন্ধন প্রক্রিয়াকে গতিশীল করতে নিয়মিত মনিটরিং ও পুরস্কারভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে মাঠপর্যায়ে ব্যাপক গণসচেতনতা কার্যক্রম, ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে জোর দেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, এই সাফল্য কেবল উপজেলা প্রশাসনের নয় তারাগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ইউনিয়ন চেয়ারম্যান, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে  জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনের এই সাফল্য, আগামী বছর গুলোতেও ধরে রাখার আহ্বান করছি। আমি মনে করি, এই সাফল্য দেশের অন্যান্য উপজেলা গুলোর জন্য অনুকরণীয় হয়ে উঠবে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু