ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৬:০

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি। বুধবার (৬ জুলাই) বেলা ১১টায় জেলা শহরের ঝাউতলা শহীদ হৃদয় তরুয়া চত্বর হতে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালিটি শুরু হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে এবং মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, “যারা অন্যায়, অত্যাচার ও নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, তারা টিকে থাকতে পারে না। এ থেকে বিএনপির নেতাকর্মীদের জন্য একটি শিক্ষণীয় বিষয় আছে—যদি কেউ মানুষের বিরুদ্ধে যান, অত্যাচার করেন বা সন্ত্রাস করেন, তবে পার পাওয়া যাবে না। হাসিনা পালিয়ে ভারত গিয়েছেন, কিন্তু বিএনপি নেতাকর্মীদের পালানোর কোনো সুযোগ নেই।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু, মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, দেলোয়ার হোসেন খান নান্নু, বশির উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক জাকারিয়া আহম্মেদসহ প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী রিনা বেগম, ফারজানা রুমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি শফিকুল ইসলাম শাহীন, যুবদলের নেতা লিটন গাজিসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বিজয় র‍্যালিতে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা সম্ভাব্য আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষ করে মা-বোনদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম জানিয়ে বৈষম্যমুক্ত, সমৃদ্ধশালী ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাওয়ার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা