সন্দ্বীপ ফেরিঘাটে জাল অপসারণের নির্দেশনায় মানবিক সংকটে মৎস্যজীবীরা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উপকূলীয় হারামিয়া ও মগধরা ইউনিয়নের শত শত মৎস্যজীবী বর্তমানে চরম মানবিক সংকটে ভুগছেন। সম্প্রতি সন্দ্বীপ চ্যানেলের ফেরিঘাট এলাকায় মাছ ধরার জাল ও খুঁটি বয়া অপসারণের নির্দেশনার কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। পাঁচ শতাধিক জেলে পরিবার তাদের একমাত্র অবলম্বন হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল নির্বিঘ্ন করতে গুপ্তছড়া-বাঁশবাড়িয়া ও গুপ্তছড়া-কুমিরা রুটে প্রায় দুই কিলোমিটার জলসীমা থেকে এক সপ্তাহের মধ্যে সব ধরনের জাল ও বয়া অপসারণ করতে হবে। বিশেষ করে ফেরিঘাট সংলগ্ন ৫০০ মিটারের মধ্যে জাল নিষিদ্ধ ঘোষণা করায় হারামিয়া ও মগধরা ইউনিয়নের ৪, ৫, ৬ ও ১ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবীরা চরম বিপাকে পড়েছেন। জেলেদের অভিযোগ, ফেরিঘাটের নিরাপত্তার অজুহাতে কেবল মগধরা উপকূলীয় এলাকায় জাল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক ও একপাক্ষিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হাজার হাজার জেলে পরিবার চরম অভাব-অনটনে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এই পরিস্থিতির প্রতিবাদে ও প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হারামিয়া কাছিয়াপাড় এলাকা থেকে শতাধিক জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার কাছে একটি স্মারকলিপি পেশ করেন। জেলেদের পক্ষ থেকে বিধান দাসের নেতৃত্বে, বিএনপি নেতা ফসিউল আলম রহিম ও সাবেক ইউপি সদস্য ফজলুল করিমের সার্বিক সহযোগিতায় এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জেলেরা ফেরিঘাট এলাকার সীমারেখা মানবিক বিবেচনায় পুনর্নির্ধারণ এবং জাল অপসারণের সময়সীমা অন্তত এক মাস বাড়ানোর দাবি জানান। তারা উল্লেখ করেন, বংশপরম্পরায় সন্দ্বীপ চ্যানেলের এই জলসীমায় মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে আসছেন। স্মারকলিপি প্রদানের সময় ফসিউল আলম রহিম, ফজলুল করিম, বাবুল দাস, স্বপন দাস, কালা দাসসহ উপকূলীয় জলদাস সম্প্রদায়ের আরও অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইউএনও মংচিংনু মারমা জেলেদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ফেরিঘাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও মানবিক সমাধানের আশ্বাস দেন। এ বিষয়ে মৎস্যজীবীরা আশাবাদ ব্যক্ত করে জানান, প্রশাসনের সদিচ্ছা থাকলে জেলেদের জীবন ও জীবিকা রক্ষা করেও ফেরিঘাট পরিচালনা করা সম্ভব।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত
