ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপ ফেরিঘাটে জাল অপসারণের নির্দেশনায় মানবিক সংকটে মৎস্যজীবীরা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ৪:১৪

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উপকূলীয় হারামিয়া ও মগধরা ইউনিয়নের শত শত মৎস্যজীবী বর্তমানে চরম মানবিক সংকটে ভুগছেন। সম্প্রতি সন্দ্বীপ চ্যানেলের ফেরিঘাট এলাকায় মাছ ধরার জাল ও খুঁটি বয়া অপসারণের নির্দেশনার কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। পাঁচ শতাধিক জেলে পরিবার তাদের একমাত্র অবলম্বন হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল নির্বিঘ্ন করতে গুপ্তছড়া-বাঁশবাড়িয়া ও গুপ্তছড়া-কুমিরা রুটে প্রায় দুই কিলোমিটার জলসীমা থেকে এক সপ্তাহের মধ্যে সব ধরনের জাল ও বয়া অপসারণ করতে হবে। বিশেষ করে ফেরিঘাট সংলগ্ন ৫০০ মিটারের মধ্যে জাল নিষিদ্ধ ঘোষণা করায় হারামিয়া ও মগধরা ইউনিয়নের ৪, ৫, ৬ ও ১ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবীরা চরম বিপাকে পড়েছেন। জেলেদের অভিযোগ, ফেরিঘাটের নিরাপত্তার অজুহাতে কেবল মগধরা উপকূলীয় এলাকায় জাল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক ও একপাক্ষিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হাজার হাজার জেলে পরিবার চরম অভাব-অনটনে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এই পরিস্থিতির প্রতিবাদে ও প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হারামিয়া কাছিয়াপাড় এলাকা থেকে শতাধিক জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার কাছে একটি স্মারকলিপি পেশ করেন। জেলেদের পক্ষ থেকে বিধান দাসের নেতৃত্বে, বিএনপি নেতা ফসিউল আলম রহিম ও সাবেক ইউপি সদস্য ফজলুল করিমের সার্বিক সহযোগিতায় এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জেলেরা ফেরিঘাট এলাকার সীমারেখা মানবিক বিবেচনায় পুনর্নির্ধারণ এবং জাল অপসারণের সময়সীমা অন্তত এক মাস বাড়ানোর দাবি জানান। তারা উল্লেখ করেন, বংশপরম্পরায় সন্দ্বীপ চ্যানেলের এই জলসীমায় মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে আসছেন। স্মারকলিপি প্রদানের সময় ফসিউল আলম রহিম, ফজলুল করিম, বাবুল দাস, স্বপন দাস, কালা দাসসহ উপকূলীয় জলদাস সম্প্রদায়ের আরও অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইউএনও মংচিংনু মারমা জেলেদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ফেরিঘাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও মানবিক সমাধানের আশ্বাস দেন। এ বিষয়ে মৎস্যজীবীরা আশাবাদ ব্যক্ত করে জানান, প্রশাসনের সদিচ্ছা থাকলে জেলেদের জীবন ও জীবিকা রক্ষা করেও ফেরিঘাট পরিচালনা করা সম্ভব।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা