ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যূত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে কালিয়ায় বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ১১:৫৬

জুলাই গণঅভ্যূত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে নড়াইলের কালিয়ায় বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় কালিয়া বাসস্ট্যান্ড মোড় থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জাসাস’র জেলা সেক্রেটারি স,ম ইকরাম রেজা, কৃষকদলের সাবেক জেলা সভাপতি এম রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুল ইসলাম মাহি, যুবদল নেতা গোলাম মাশরুর পল্টু,হাবিবুল আলম বীরপ্রতীক কলেজের জেষ্ঠ্য প্রভাষক, বিএনপি নেতা আলমগীর হোসেন, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সরদার শাহিনুল আলম, জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্নআহবায়ক মোল্যা বখতিয়ার হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর জুয়েল সরদার, কালিয়া পৌর যুবদলের যুগ্নআহবায়ক গোবিন্দ বর্মণ,তাঁতীদলের উপজেলা সভাপতি সরদার তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা ওয়ালিউল্লাহ জনি,বিএনপি নেতা কুদ্দুস বিশ^াস প্রমূখ।
সরদার আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যূত্থানের লক্ষ্য। সংস্কারের মধ্যদিয়ে গণ-অভ্যুত্থানের আশা-আকাংখার প্রতিফলিত হবে, প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্যদিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ।
বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম রাজনৈতিক পালাবদলের ঘটনা।জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, আ’লীগের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।এটাই আমাদের প্রত্যাশা।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত

কুড়িগ্রামেনদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত