গোবিন্দগঞ্জের নাকাইহাট হতে নলেয়ার ব্রিজ পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট হতে নলেয়ার ব্রিজ পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-নাকাই রাস্তায় নাকই-হরিরামপুর নাগরিক কমিটির উদ্যোগে নাকাইহাট কলেজ মোড় হতে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রিজ পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ এবং শিশু-কিশোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে অতিসত্বর রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে।
এলাকাবাসী জানায়, রাস্তাটির বেহালদশার কারণে তাদের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। বক্তরা বলেন, বহুবার আমরা এ রাস্তার জন্য বিভিন্ন মহলে আবেদন করেছি কিন্তু আমাদের এ রাস্তা পাকাকরণের দাবি কেউ-ই আমলে নেয়নি। তাই তারা দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানান এবং দ্রুত পাকাকরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
তারা আরো বলেন, এই রাস্তা দিয়ে দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি কলেজ এবং একটি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়া করে এবং দুটি কমিউনিটি ক্লিনিকে এলাকার অসুস্থ মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। এ রাস্তায় শিমুলতলী নামক একটি বাজার আছে। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আমাদের কৃষিপণ্য পরিবহন কষ্ঠ সাদ্ধ হয়ে পরেছে।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিম পোগইল গ্রামের কৃতি সন্তান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী ও ভারত কমিটির সভাপতি মীর এমএম শামীম। তিনি রাস্তার ইতিহাস টেনে বলেন, নাকাইহাট কলেজ মোড় হতে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তাটির দুরবস্থা অত্র এলাকার প্রায় ২০ হাজার মানুষের জীবন যেন চরম দুঃখে পরিণত হয়েছে। রাস্তাটির দুপাশ যেমন ভেঙে পড়েছে, তেমনি একটু বৃষ্টি-বাদল হলেই খানাখন্দে পরিণত হয়ে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করার অনুপযোগী হয়ে পড়ে। তাই এলাকাবাসীর প্রাণের দাবিটি পূরণে প্রসাশনসহ জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন তিনি।
মাহমুদ ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী খন্দকার মাহমুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আব্দুর নূর, নাকাইহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহেদুন্নবী সরকার, নাকাইহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালেেয়র প্রধান শিক্ষক খন্দকার এরফান উদ্দিন, পোগইল দাখিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান সরকার, ইউপি সদস্য নুরুল ইসলাম প্রধান, নাকাইহাট-হরিরামপুর নাগরিক কমিটির আহ্বায়ক এসএম সোহেল, আব্দুল লতিফ সরকার প্রমুখ।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)