ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত -২


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:১৪

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে রূপলাল (৪৮) ও তার ভাগ্নি জামাই প্রদীপ (৪২) নিহত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট (জিকরিয়ার) বটেরতল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।নিহত রূপলাল উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী বিলিং লেদার কোম্পানির পাশে বসবাস করতেন।

সে পেশায় ছিলেন একজন মুচি। দীর্ঘদিন ধরে সে তারাগঞ্জ বাজারের জুতা সেলাইয়ের কাজ করতেন। অপর নিহত ব্যক্তি প্রদীপ মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান গ্রামের বাসিন্দা এবং রূপলালের ভাগ্নি জামাই।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রূপলালের মেয়ে নুপুর সম্প্রতি এসএসসি পাস করেছে। আজ ১০ আগস্ট (রবিবার) তার বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল।

বিয়ের অনুষ্ঠানে ব্যবহারের জন্য সামাজিক রীতির অংশ হিসেবে শনিবার সৈয়দপুরের একটি ভাটিখানা থেকে স্পিড ড্রিংকের বোতলে বাংলা মদ সংগ্রহ করে প্রদীপ ও রূপলাল গ্রামে ফিরছিলেন। মূল সড়ক (বিশ্বরোড)এড়িয়ে তারা ভ্যানে করে গ্রামের রাস্তা ধরে ফিরছিলেন।

রাত ৯ টার দিকে সয়ার ইউনিয়নের ফরিদাবাদ মোড় সংলগ্ন জিকরিয়ার বটতলা এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন যুবক তাদের ব্যাগে থাকা মদ দেখতে পেয়ে ব্যাগটি কেড়ে নেন। একপর্যায়ে তারা চোর চোর বলে চিৎকার করতে থাকলে মুহূর্তেই লোকজন জড়ো হয়ে কোনো কথা না শুনে তাদেরেক বেধড়ক মারধর শুরু করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রূপলাল ও প্রদীপকে বুড়িহাট স্কুল মাঠে ফেলে রেখে গেলে কিছুক্ষণের মধ্যে রূপলাল মারা যান। পরে পুলিশ আহত প্রদীপকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ  রবিবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঘটনার পর থেকে এলাকায় টহলে রয়েছে যৌথ বাহিনী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বর্তমানে রূপলালের মরদেহ তারাগঞ্জ থানায় এবং প্রদীপের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রূপলালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা