হরিজন সম্প্রদায়কে চাকুরি থেকে বঞ্চিত করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও মানববন্ধন
পঞ্চগড়ে চাকুরি প্রার্থী পরিচ্ছন্নতা কর্মী পদে হরিজন সম্প্রদায়ের লোককে নিয়োগ না দিয়ে, হিন্দু ও মুসলমানকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে,বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদ।মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে জেলা জর্জ কোর্টের সামনে থেকে বিক্ষোভ নিয়ে আসে তারা।বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চাকুরির দাবী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও আন্দোলন অব্যাহত ছিল তাদের।
চাকুরি প্রার্থী চাদনি রানী বাসফোর বলেন,নিয়ম অনুযায়ী আবেদন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।১৭ জন প্রার্থীর মধ্যে আমি একাই হরিজন নারী প্রার্থী।তারপরও আমাকে না দিয়ে হিন্দু ও মুসলমানকে নিয়োগ দেওয়া হয়েছে।এ নিয়োগ বন্ধ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক।
বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদ পঞ্চগড়ের সভাপতি রামু বাসফোর বলেন,আমাদের ভাই-বোনরা পরীক্ষা দিয়েছিল কিন্তু একজনকেও চাকুরি দেয়নি।এর আগে আমরা পরীক্ষা ছাড়া নিয়োগ পেয়েছি।নীলফামারীর আমাদের লোকদের সাথে কথা হয়েছে,পঞ্চগড়ের এই জেলা প্রশাসক সেখানে থাকা কালীন সময়ে হরিজন সম্প্রদায়ের লোককে না নিয়ে অন্য ধর্মের লোককে নিয়েছিল।সেখানেও মানববন্ধন হয়েছিল।
বক্তব্য রাখেন,বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদের,সাধরন সম্পাদক ডালিম বাসফোর,ছবিতা বাসফোর,চন্দন লাল বাসফোর, প্রমূখ।তারা বলেন,বাংলাদেশে বংশ পরম্পরায় আদি পেশাজীবি হিসেবে পরিচ্ছন্নতার কাজ এই জনগোষ্ঠী করে আসছে।পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নগরের পবিত্র দায়িত্ব পালন করে আসছে তারা।কিন্তু বেঁচে থাকার নূন্যতম অধিকার থেকে হরিজনরাই বঞ্চিত।জাত পেশা হিসেবে এই কাজে হরিজনদের অগ্রাধিকার থাকা শর্তেও সর্বক্ষেত্রে আমরাই বঞ্চিত হচ্ছি।বিভিন্ন কারণে বিকল্প পেশায়ও আমাদের যাওয়া সম্ভব হয় না।বৃহত্তর সমাজে আমরা ঘৃণা,বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছি।সম্প্রতির নিয়োগটি বাতিল করে আমাদের নিয়োগ দেওয়া হোক।না হয় আমাদেরকে মাদক বিক্রির লাইসেন্স দেওয়া হোক।
মানববন্ধনে অংশ নেয়-হরিজন সম্প্রদায়ের অর্ধশতাধিক লোকজন।
এমএসএম / এমএসএম
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা