ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নেছারাবাদের সুটিয়াকাঠীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ১৫


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ১:১৪

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে একটি পাগলা কুকুরের তাণ্ডবে একদিনে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে। গুরুতর আহতদের কয়েকজন বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র অনুযায়ী, বুধবার রাতে সুটিয়াকাঠী ইউনিয়নের ফজিলা রহমান মহিলা কলেজের সামনে এক মহিলাসহ একজন পথচারীকে কামড় দেয় ওই কুকুরটি। এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও ১১ জন ছোট-বড় মানুষ এই কুকুর বা তার সঙ্গীর আক্রমণের শিকার হন। আহতদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। সবাইকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তায় বের হওয়া শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের হাতেও লাঠি, বাঁশ বা লোহার রড দেখা যাচ্ছে। অনেক অভিভাবক ভয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না। অভিভাবক রহিমা খাতুন বলেন, "এতজনকে কামড়েছে শুনে আমি ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না। জানি পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিতে পারব না। কুকুরটা ধরা না পর্যন্ত বাচ্চাদের বাইরে বের করতে ভয় লাগছে।" আরেক অভিভাবক শফিকুল ইসলাম বলেন, "দুই দিন পর পরীক্ষা, কিন্তু এই অবস্থায় একা বাচ্চাদের পাঠানো সম্ভব না। স্কুল নিরাপদ না হলে তো বাচ্চাদের পাঠাতে পারি না। আমরা চাই প্রশাসন দ্রুত এই কুকুরের বিরুদ্ধে ব্যবস্থা নিক, নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটবে।"

ভুক্তভোগী একজন জানান, "সকালে বাজার থেকে ফিরছিলাম। রাস্তার মাঝখানে দেখি কুকুরটা দাঁড়িয়ে আছে। পাশ কাটিয়ে যেতে চাইলে হঠাৎ লাফিয়ে এসে পায়ের পেছনে কামড়ে দিল। আমি চিৎকার করতে করতে দৌড়ে পাশের বাড়িতে ঢুকি। তারপর লোকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখনো ভয় পাচ্ছি, মনে হচ্ছে কুকুরটা আবার এসে ধরবে।"

উত্তর সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম শাহীন জানান, "সম্প্রতি বিদ্যালয় এলাকায় পাগলা কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। গতকাল কুকুরের আক্রমণে আমাদের প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম বাড়ির সামনে খেলাধুলা করার সময় মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। আমরা মরিয়মের দ্রুত সুস্থতা কামনা করছি।" তিনি আরও বলেন, "দুই দিন পরেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে। এই সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পড়াশোনার ক্ষতি হবে। তাই সন্তানদের নিরাপদে বিদ্যালয়ে আনা-নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি এলাকার যুব সমাজের প্রতিও অনুরোধ করছি, দ্রুত এই পাগলা কুকুরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।"

স্থানীয়রা বলছেন, প্রশাসন ও পশু চিকিৎসা বিভাগকে দ্রুত উদ্যোগ নিতে হবে, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু