ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নেছারাবাদের সুটিয়াকাঠীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ১৫


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ১:১৪

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে একটি পাগলা কুকুরের তাণ্ডবে একদিনে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে। গুরুতর আহতদের কয়েকজন বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র অনুযায়ী, বুধবার রাতে সুটিয়াকাঠী ইউনিয়নের ফজিলা রহমান মহিলা কলেজের সামনে এক মহিলাসহ একজন পথচারীকে কামড় দেয় ওই কুকুরটি। এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও ১১ জন ছোট-বড় মানুষ এই কুকুর বা তার সঙ্গীর আক্রমণের শিকার হন। আহতদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। সবাইকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তায় বের হওয়া শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের হাতেও লাঠি, বাঁশ বা লোহার রড দেখা যাচ্ছে। অনেক অভিভাবক ভয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না। অভিভাবক রহিমা খাতুন বলেন, "এতজনকে কামড়েছে শুনে আমি ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না। জানি পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিতে পারব না। কুকুরটা ধরা না পর্যন্ত বাচ্চাদের বাইরে বের করতে ভয় লাগছে।" আরেক অভিভাবক শফিকুল ইসলাম বলেন, "দুই দিন পর পরীক্ষা, কিন্তু এই অবস্থায় একা বাচ্চাদের পাঠানো সম্ভব না। স্কুল নিরাপদ না হলে তো বাচ্চাদের পাঠাতে পারি না। আমরা চাই প্রশাসন দ্রুত এই কুকুরের বিরুদ্ধে ব্যবস্থা নিক, নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটবে।"

ভুক্তভোগী একজন জানান, "সকালে বাজার থেকে ফিরছিলাম। রাস্তার মাঝখানে দেখি কুকুরটা দাঁড়িয়ে আছে। পাশ কাটিয়ে যেতে চাইলে হঠাৎ লাফিয়ে এসে পায়ের পেছনে কামড়ে দিল। আমি চিৎকার করতে করতে দৌড়ে পাশের বাড়িতে ঢুকি। তারপর লোকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখনো ভয় পাচ্ছি, মনে হচ্ছে কুকুরটা আবার এসে ধরবে।"

উত্তর সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম শাহীন জানান, "সম্প্রতি বিদ্যালয় এলাকায় পাগলা কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। গতকাল কুকুরের আক্রমণে আমাদের প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম বাড়ির সামনে খেলাধুলা করার সময় মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। আমরা মরিয়মের দ্রুত সুস্থতা কামনা করছি।" তিনি আরও বলেন, "দুই দিন পরেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে। এই সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পড়াশোনার ক্ষতি হবে। তাই সন্তানদের নিরাপদে বিদ্যালয়ে আনা-নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি এলাকার যুব সমাজের প্রতিও অনুরোধ করছি, দ্রুত এই পাগলা কুকুরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।"

স্থানীয়রা বলছেন, প্রশাসন ও পশু চিকিৎসা বিভাগকে দ্রুত উদ্যোগ নিতে হবে, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ