ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আত্রাই নদীর পানি বিপদসীমার ওপরে, ১৭ হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৩:১৯

নওগাঁর আত্রাই নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আত্রাই ও রাণীনগর উপজেলার প্রায় ১৭ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮-১০টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্টরা সেগুলোর ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আর বৃষ্টিপাত না হলে দ্রুতই পানি কমতে শুরু করবে।

টানা ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধি পায়। আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে শুক্রবার বিকেল থেকে পানি বিপদসীমা অতিক্রম করে, এবং শনিবার দুপুর ১২টা নাগাদ এটি বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে নদী তীরবর্তী বেশকিছু বাড়িঘর ও আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ ডুবে গেছে। এতে মাঝগ্রাম, হেঙ্গলকান্দি, পৈসাওতা, জগন্নাথপুর, ফটকিয়া, বাঁশবাড়িয়া, বিশা, দমদত্তবাড়িয়াসহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

নদীর স্লুইস গেট, ব্রিজ ও কালভার্ট দিয়ে হু হু করে পানি প্রবেশ করায় কাশিয়াবাড়ী, ভোঁপাড়া, পালশা, কচুয়া, মারিয়া, নওদুলি, নৈদীঘি, মনিয়ারী, হেঙ্গলকান্দি, মাঝগ্রামসহ বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার ৫০০ বিঘা জমির রোপণকৃত আমন ধান ও অন্যান্য ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার জানান, প্রতি ঘণ্টায় ফসলের ক্ষতির পরিমাণ বাড়ছে। রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, তাদের উপজেলায় প্রায় ২ হাজার ৫০০ বিঘা জমির আমন ধান ও ফসল পানিতে ডুবে গেছে এবং আরও ৩ হাজার ৭৫ বিঘা জমির ফসল অর্ধ-নিমজ্জিত অবস্থায় রয়েছে। দ্রুত পানি কমলে ক্ষতির পরিমাণ কিছুটা কমতে পারে।

আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, তার নিজের ১৬ বিঘা জমির ধানও ডুবে গেছে। কৃষক আব্দুল হালিম জানান, তার ৯৫ বিঘা জমির ধান তলিয়ে যাওয়ায় প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আরেক কৃষক রুবেল চৌধুরী জানান, তার ২২ বিঘা জমির আমন ধান পানিতে ডুবে গেছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, শুক্রবার থেকে উজানে বৃষ্টিপাত অনেক কমে যাওয়ায় আগামী দুই-এক দিনের মধ্যে আত্রাই নদীর পানিও কমতে শুরু করবে বলে তারা আশা করছেন। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, বন্যার দুর্ভোগের কথা বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কোনো বাঁধ ভেঙে যায়নি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন