ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগ, লেজার ভিশনের দুঃখপ্রকাশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ২:১৯

প্রযোজনা সংস্থা লেজার ভিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার দাবি, বিনা অনুমতিতে প্রযোজনা সংস্থাটি নিজেদের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ জোকস লিখে প্রচার করছে। তবে হিমির এ অভিযোগ আমলে নিয়ে দুঃখপ্রকাশ করেছে লেজার ভিশন কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত হয় লেজার ভিশনের ফেসবুক পেজে হিমির ছবি ব্যবহার করে একটি ফটো কার্ড প্রকাশ করার মধ্য দিয়ে। অভিনেত্রীর দাবি, প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত সেই ফটো কার্ডে যে কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনো নাটকের ডায়লগ নয়; ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে প্রযোজনা সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী লেখেন, ‘লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান, নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’

অভিনেত্রীর এই অভিযোগ আমলে নিয়েছে লেজার ভিশন কর্তৃপক্ষ। ইতোমধ্যেই তারা ফেসবুক থেকে আপত্তিকর সংলাপ লেখা সব ফটো কার্ড সরিয়ে নিয়েছেন। 

দুঃখপ্রকাশ করে সামাজিকমাধ্যমে জনপ্রিয় জুটি জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে মেনশন করে লেজার ভিশন লিখেছে, ‘আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী-কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি! সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। আগামীতে এ ধরনের ভুল ইনশাআল্লাহ আর কখনও হবে না!’

এমএসএম / এমএসএম

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

ইলিয়াস কাঞ্চনকে যেমনটা দেখলেন নায়িকা রোজিনা

‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান

নাটকের নতুন ট্রেন্ড আইটেম গান

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

বিরল রোগে আক্রান্ত, দোয়া চাইলেন অর্চিতা স্পর্শিয়া

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

‘বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’

‘নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই’

কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন রাশমিকা