শুটিং সেটে মা-বোন তুলে গালি দিতেন ফারাহ : আমিশা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল সম্প্রতি ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির শুটিংয়ের কিছু অজানা ঘটনা ফাঁস করে আলোচনায় এসেছেন। দীর্ঘ প্রায় ২৫ বছর পর তিনি জানান, ছবির কোরিওগ্রাফার ফারাহ খান নাকি সেটে প্রায়ই মা-বোন তুলে গালিগালাজ করতেন। যদিও আমিশা মজার ছলেই এই কথা বলেছেন, তবুও তার এই অকপট মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক ঘটে আমিশা প্যাটেল এবং হৃতিক রোশনের। প্রথম ছবিতেই বাজিমাত করে রাতারাতি তারকা বনে যান দুজন। ছবিটি ব্লকবাস্টার হিট হয় এবং হৃতিক-আমিশার জুটি দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা লাভ করে।
সম্প্রতি ফারাহ খান তার ভ্লগে আমিশার মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাদের পুরোনো বন্ধুত্বের নানা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। আড্ডার ফাঁকে তারা ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির নানা স্মৃতিচারণ করেন।
সেখানেই আমিশা হাসতে হাসতে জানান, কীভাবে ফারাহ খান তাদের বকাঝকা করতেন এবং কখনো কখনো মা-বোন তুলে গালাগালিও করতেন। তবে আমিশা স্পষ্ট করে বলেন যে, এটি ছিল তাদের মজার সম্পর্ক এবং ফারাহ সবসময়ই তাদের প্রতি স্নেহশীল ছিলেন।
আমিশা আরও বলেন, ‘আমরা সাধারণ ছেলে-মেয়ে থেকে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলাম। রোহিত আর সোনিয়াও যেন জাতীয় ক্রাশ হয়ে গিয়েছিল। এটা একটা সাধারণ ছবি ছিল না। মানুষ এই চরিত্র দুটিকে গ্রহণ করেছিলেন। আমি তো বহু দিন ধরে এর মধ্যেই ডুবে ছিলাম। আমি জানি না, কীভাবে এটা হল। বিষয়টা বেশ অলৌকিক ছিল।’
‘কহো না প্যায়ার হ্যায়’র পর আমিশা প্যাটেলের ক্যারিয়ারে ধস নামে। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কার মুখে পড়েন তিনি। তবে সম্প্রতি ‘গদর ২’ ছবির মাধ্যমে ২২ বছর পর তিনি আবারো বলিউডে সাফল্যের মুখ দেখেছেন। আমিশা বলেন, ‘আমি কোনোদিন হাল ছাড়িনি। লড়াই করেছি—ফিল্ম ইন্ডাস্ট্রিতেও, নিজের জীবনেও। এখন আমি ফিরে এসেছি, আরও শক্তভাবে।’
Aminur / Aminur
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!
অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?
‘আমার সন্তানদের রেহাই দিন’
এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?
বেড়াতে গিয়েছিলেন নায়িকা, সুযোগে বিয়ে করে নিলেন প্রবাসী!
বিয়ে বাড়িতে গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?
তারকারা হঠাৎ হাতে-গালে সংখ্যা লিখছেন কেন?