চিকিৎসা করাতে গিয়ে হয়েছেন নিঃস্ব রায়গঞ্জে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার। সহায়তা চান সরকার ও সমাজের বৃত্তবান মানুষের নিকট।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল শেখের ছেলে লেবু শেখ (৪০)। ভাগ্যের পরিবর্তন ঘটাতে প্রায় দুই যুগ আগে প্রবাসে চলে যান তিনি। সেখানে দু মাস কাজের পর হঠাত দো তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মেরু দন্ডের হাড় ভেঙে যায় তার। সেখান থেকে কোন রকম জীবন ফিরত পেয়ে চলে আসেন দেশে।
চিকিৎসা করাতে গিয়ে হয়েছেন নিঃস্ব। এখন আর চলাফেরা করতে পারেন না তিনি। স্ত্রী আর দুই শিশু সন্তান নিয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। অন্যের সাহায্যেতেই চলে তাদের সংসার। কোনোরকম খেয়ে পরে বেঁচে আছে পরিবারটি।
অসহায় লেবু শেখ জানান, বিদেশে কাজের উদ্দেশ্যে গিয়ে পাকা ভবন থেকে পরে আমার মেরুদন্ডের হাড় ভেঙে যায়। এরপরই তাদের সংসারে নেমে আসে চরম অভাব। খেয়ে না খেয়ে কোনোরকমে বেঁচে আছে পরিবারটি। আগামী দিনগুলো কীভাবে কাটবে তা জানে না লেবু শেখ দম্পতি।
তিনি আরও জানায়, সংসারে যা কিছু ছিলো সব চিকিৎসায় শেষ হয়ে গেছে। বাড়িতেই একটি ছোট মুদি দোকান দিয়েছি, সেখানে পুজি না থাকায় তেমন আয় রোজগার হচ্ছে না। একটি হুইল চেয়ারে চলাচল করে দোকানের মালামাল আনা নেওয়াসহ আশেপাশে একটু সময় ব্যয় করি। চলাফেরার একমাত্র সম্বল সেই হুইল চেয়ারটি নষ্ট হয়ে যাওয়ায় আর চলাফেরা করতে পারছি না । ঘর বন্দি রয়েছি। এখন সব থেকে বেশি প্রয়োজন একটি হুইল চেয়ার। এক সময় আমার রোজগারেই সংসার চলত। দুই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি। ওদের পড়াশোনা করাতে চাই। কিন্তু আমি পঙ্গু হয়ে গেছি। চিকিৎসা করাতে গিয়েও অনেক টাকা দেনা হয়ে গেছে। এখন আমি কি করব। কীভাবে রোজগার করব। আর কীভাবেই বা আমাদের সংসার চলবে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।’
লেবু শেখের স্ত্রী বলেন, ‘স্বামীর চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে। সারা জীবন হারভাঙ্গা পরিশ্রম করে তিনি যা উপার্জন করেছিল, ইতি পূর্বে তা দিয়ে চিকিৎসা করে এখন সে নিঃস্ব। ঘরে খাবার নেই। চিকিৎসাও চলছে না। উপার্জনক্ষম একমাত্র স্বামী এখন চলাচল করতে পারেন না। মানবেতর জীবন যাচ্ছে আমাদের । সরকার ও সমাজের বৃত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানান তিনি ।
প্রতিবেশী জামিরুল ইসলাম বলেন, ‘এখন ওদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। কিন্তু এভাবে কত দিন চলবে সংসার! সত্যিকারে ওরা খুব অসহায় হয়ে পড়েছে।’
রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ বলেন, ‘তিনি যদি প্রতিবন্ধী ভাতা না পান, তাহলে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। তা ছাড়া প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত করলে তার চিকিৎসার জন্য সহযোগিতা করা হবে।’
এমএসএম / এমএসএম
জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ