একই পে স্কেলের দাবিতে ডিএপি সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডিএপি সার কারখানার শ্রমিক-কর্মচারীরা 'এক করপোরেশন এক পে স্কেল' বাস্তবায়ন এবং নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার স্বার্থে ফসফরিক এসিড সরবরাহের দাবিতে গেট মিটিং ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার রাঙ্গাদিয়া ডিএপি সার কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হকের মাধ্যমে শিল্প উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেন। এ সময় ডিএপিএফসিএল সার কারখানার বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে মাস্টার অপারেটর মেহেদী হাসান সঞ্চালনা করেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ।
বক্তারা বলেন, সরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য একই পে স্কেল বা স্বতন্ত্র বেতন স্কেল থাকলেও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি’র প্রতিষ্ঠানগুলোতে দুটি ভিন্ন বেতন স্কেল বিদ্যমান। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল থাকলেও কারখানার মূল চালিকাশক্তি অপারেটর, টেকনিশিয়ান এবং শ্রমিকদের বঞ্চিত করে বৈষম্যপূর্ণ মজুরি স্কেলে রাখা হয়েছে। এই বৈষম্যের কারণে তারা সরকারি নানা প্রণোদনা ও সুবিধা থেকে বঞ্চিত হন। তাই তারা এই বৈষম্যের অবসান এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে দ্রুত জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন যে, পূর্বে ফ্যাসিস্ট সরকার পে-স্কেলভুক্ত সকলকে ৫% প্রণোদনা দিলেও মজুরি স্কেলভুক্ত শ্রমিকদের বঞ্চিত করেছিল। বর্তমান সরকার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য ১৫% বিশেষ সুবিধা কার্যকর করলেও মজুরি স্কেলভুক্ত শ্রমিকদের এই সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। এর ফলে তাদের ন্যায্য মজুরি ও সমতার স্বপ্ন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। তাই তারা বকেয়াসহ পূর্বের ৫% প্রণোদনা এবং বর্তমান সরকারের ঘোষিত ১৫% বিশেষ সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সাথে ডিএপিএফসিএল কারখানা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার জন্য ফসফরিক এসিড সরবরাহ নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্কিল অপারেটর রেজাউল করিম, সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ মুসা, হাই স্কিল অপারেটর জাহিদুল আলম, ফিরোজ আলম, জহুরুল ইসলাম, এবং স্কিল অপারেটর রেজাউর রহমান, নাজমুল আশরাফ রাফি, সজীব শেখ সহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০০৬ সালে স্থাপিত ডিএপিএফসিএল কারখানাটি প্রতিদিন গড়ে ১৮০০ মেট্রিক টন সার উৎপাদন করে। বর্তমানে এই সার কারখানায় ১০৮ জন কর্মচারী এবং ১৩৩ জন শ্রমিক কর্মরত আছেন।
এমএসএম / এমএসএম
দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : শফিকুল আলম
নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা ও জাল ধ্বংস
হাটহাজারীর অননুমোদিত ঝুঁকিপূর্ণ মার্কেটের উপর তৈরি হচ্ছে বিশাল স্থাপনা
এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ অবস্থান অর্জন করলেন কাপ্তাইয়ের পরমা চৌধুরী
শিবচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের হতাশা
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ
তালাকের তিন মাস পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়ায় নারীর মামলা
শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল
তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে ফাঁদ পেতেছে আওয়ামী লীগ নেতা
চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলার মানুষের বিশাল মানববন্ধন
হাটিকুমরুলে শ্রমিক লীগ নেতা এখন জামায়াত নেতা