ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

একই পে স্কেলের দাবিতে ডিএপি সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ১২:৫৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডিএপি সার কারখানার শ্রমিক-কর্মচারীরা 'এক করপোরেশন এক পে স্কেল' বাস্তবায়ন এবং নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার স্বার্থে ফসফরিক এসিড সরবরাহের দাবিতে গেট মিটিং ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার রাঙ্গাদিয়া ডিএপি সার কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হকের মাধ্যমে শিল্প উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেন। এ সময় ডিএপিএফসিএল সার কারখানার বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে মাস্টার অপারেটর মেহেদী হাসান সঞ্চালনা করেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ।

বক্তারা বলেন, সরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য একই পে স্কেল বা স্বতন্ত্র বেতন স্কেল থাকলেও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি’র প্রতিষ্ঠানগুলোতে দুটি ভিন্ন বেতন স্কেল বিদ্যমান। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল থাকলেও কারখানার মূল চালিকাশক্তি অপারেটর, টেকনিশিয়ান এবং শ্রমিকদের বঞ্চিত করে বৈষম্যপূর্ণ মজুরি স্কেলে রাখা হয়েছে। এই বৈষম্যের কারণে তারা সরকারি নানা প্রণোদনা ও সুবিধা থেকে বঞ্চিত হন। তাই তারা এই বৈষম্যের অবসান এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে দ্রুত জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন যে, পূর্বে ফ্যাসিস্ট সরকার পে-স্কেলভুক্ত সকলকে ৫% প্রণোদনা দিলেও মজুরি স্কেলভুক্ত শ্রমিকদের বঞ্চিত করেছিল। বর্তমান সরকার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য ১৫% বিশেষ সুবিধা কার্যকর করলেও মজুরি স্কেলভুক্ত শ্রমিকদের এই সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। এর ফলে তাদের ন্যায্য মজুরি ও সমতার স্বপ্ন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। তাই তারা বকেয়াসহ পূর্বের ৫% প্রণোদনা এবং বর্তমান সরকারের ঘোষিত ১৫% বিশেষ সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সাথে ডিএপিএফসিএল কারখানা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার জন্য ফসফরিক এসিড সরবরাহ নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্কিল অপারেটর রেজাউল করিম, সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ মুসা, হাই স্কিল অপারেটর জাহিদুল আলম, ফিরোজ আলম, জহুরুল ইসলাম, এবং স্কিল অপারেটর রেজাউর রহমান, নাজমুল আশরাফ রাফি, সজীব শেখ সহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০০৬ সালে স্থাপিত ডিএপিএফসিএল কারখানাটি প্রতিদিন গড়ে ১৮০০ মেট্রিক টন সার উৎপাদন করে। বর্তমানে এই সার কারখানায় ১০৮ জন কর্মচারী এবং ১৩৩ জন শ্রমিক কর্মরত আছেন।

এমএসএম / এমএসএম

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি’র সরকার আসবে, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রীঃ ড. মারুফ হোসেন”

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

তারেক রহমানের সহযোগিতায় সুস্থ জীবনের পথে বারহাট্টার রাতুল

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বালাগঞ্জে বিএনপি-আ'লীগ একাট্টা হয়ে খেলার মাঠ দখল করে চাষাবাদ

কেশবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারাগঞ্জে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুমারখালীতে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

পানি সংকটে অতিষ্ঠ পৌরবাসী ; নিরাপদ পানি সরবরাহের দাবি

পাথারিয়া চা বাগানে লুকানো ‘বেকি লেক’: বড়লেখায় পর্যটনে অপার সম্ভাবনা

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ